বন্দে ভারত এক্সপ্রেস মালদহে পৌঁছাতেই সেলফি তোলার হিড়িক। অবশেষে অপেক্ষার অবসান হল। সোমবার বন্দে ভারত এক্সপ্রেস মালদা এসে পৌঁছালো ঠিক কাটায় কাটায় সাড়ে দশটায়।এরপরেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।অবশ্য এটি চলল ‘ট্রায়াল রানে’। এদিন হাওড়া থেকে ছেড়ে নিউজলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই বন্ধ ভারত এক্সপ্রেস। মাত্র চার ঘন্টায় নির্ধারিত সময়ের বেশকয়েক মিনিট আগে আজ সকাল ১০:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয়।
মালদহ পর্যন্ত পরীক্ষামূলক এই ট্রেন চলাচল ‘সফল’ বলে রেল সুত্রে জানানো হয়েছে। এদিন ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ধীরে ধীরে এসে দাঁড়ায় এবং তারপর প্রায় ৬ মিনিট সেখানে থাকার পর ১০:৩৬ মিনিটে নিউ জলপাইগুড়ির দিকে রওনা দেয়। রেলের এক আধিকারিক সুজিত কুমার বলেন, ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ছুটেছে। আপাতত শতাব্দী এক্সপ্রেসের পাশাপাশি ট্রেনটি চালানো হবে।
ট্রেনের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিয়ে কোন প্রশ্ন নেই। আপাতত ট্রেনটি সোম থেকে কে শুক্র ছয় দিন চলবে।
সকাল থেকে মালদহ ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। ঘন কুয়াশাকে ভেদ করে এগোয় এই ট্রেন। তবে ট্রায়াল রান হওয়ায় এদিন ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ট্রেনে সওয়ার হন রেলের পদস্থ বেশ কয়েকজন আধিকারিক। যাত্রী ওঠানামার বিষয় না থাকায়, ট্রেনের কোনও কোচ অবশ্য মালদহে খোলা হয়নি মালদা টাউন স্টেশনে। স্বাভাবিকভাবেই মালদহ মালদহের যাত্রী মহলে খুশির হাওয়া। স্টেশনে উপস্থিত যাত্রীদের দেখা যায় সেলফি তুলতে ব্যস্ত।
আরও পড়ুন – মিঠুনের সেটে খাবার দিতেন বাবা, এখন আমি তাঁর সিনেমার প্রযোজক : দেব
উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস মালদহে পৌঁছাতেই সেলফি তোলার হিড়িক। অবশেষে অপেক্ষার অবসান হল। সোমবার বন্দে ভারত এক্সপ্রেস মালদা এসে পৌঁছালো ঠিক কাটায় কাটায় সাড়ে দশটায়।এরপরেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।অবশ্য এটি চলল ‘ট্রায়াল রানে’। এদিন হাওড়া থেকে ছেড়ে নিউজলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই বন্ধ ভারত এক্সপ্রেস। মাত্র চার ঘন্টায় নির্ধারিত সময়ের বেশকয়েক মিনিট আগে আজ সকাল ১০:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয়।
মালদহ পর্যন্ত পরীক্ষামূলক এই ট্রেন চলাচল ‘সফল’ বলে রেল সুত্রে জানানো হয়েছে। এদিন ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ধীরে ধীরে এসে দাঁড়ায় এবং তারপর প্রায় ৬ মিনিট সেখানে থাকার পর ১০:৩৬ মিনিটে নিউ জলপাইগুড়ির দিকে রওনা দেয়। রেলের এক আধিকারিক সুজিত কুমার বলেন, ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ছুটেছে। আপাতত শতাব্দী এক্সপ্রেসের পাশাপাশি ট্রেনটি চালানো হবে।