দিনহাটার বই মেলা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। এই প্রথম দিনহাটায় অনুষ্ঠিত হতে চলছে কোচবিহার জেলা বইমেলা। সাত দিনব্যাপী এই বই মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকালে এই বইমেলার উদ্বোধন হবে। দিনহাটা শহরের সংহতি ময়দানে এই বইমেলা শুরু হবে। তার আগে ‘বইয়ের জন্য হাঁটুন ‘এই স্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য রেলি সোনিদেবী জৈন হাই স্কুল থেকে বের হয়ে শহর পরিক্রমা করে শেষ হবে সংহতি ময়দানে। মেলা প্রাঙ্গনে সোমবার সাংবাদিক বৈঠক করে বিভিন্ন দিক তুলে ধরলেন অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, লোকাল লাইব্রেরি অথরিটি সদস্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
উপস্থিত ছিলেন গ্রন্থাগার দফতরের জেলা আধিকারিক শিবনাথ দে, পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, বইমেলা কমিটির বিশু রায়, দিলীপ দে, পার্থনাত সরকার, চিকিৎসক উজ্জ্বল আচার্য প্রমূখ। এদিন সাংবাদিক বৈঠকের আগে অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, লোকাল লাইব্রেরী অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা বইমেলার মঞ্চসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন
সাংবাদিকদের অতিরিক্ত জেলাশাসক জানান, বইমেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত থাকবেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, পরেশ চন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সাতদিনব্যাপী বইমেলায় কবিতা পাঠ, সাহিত্য সভা, বই প্রকাশ ছাড়াও নানা অনুষ্ঠান রয়েছে। স্বাধীন ভারতের আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা ভাবনা ও বর্তমান ভারতের প্রাসঙ্গিকতা নিয়ে থাকছে আলোচনা সভা।
কোচবিহার জেলা বইমেলা প্রতিবছর কোচবিহার শহরেই হয়ে থাকে। এ বছর মন্ত্রী উদয়ন গুহের সৌজন্যে দিনহাটায় জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলের অন্দর একটা চাপা ক্ষোভ ছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন। পরে অবশ্য নিজেকে সামলে নেন। এ বছর বইমেলাকে সফল করতে মন্ত্রী উদয়ন গুহের এক কঠিন চ্যালেঞ্জ।
যদিও তিনি প্রকাশ্যে বলেছেন, গত বছরের বইমেলার চেয়ে এ বছর বেশি বই বিক্রি হবে। বইমেলার অন্যতম উদ্যোক্তা পার্থপ্রতিম রায় বলেন, এবছর দেড় কোটি টাকারও বেশি বই বিক্রি হবে দিনহাটার জেলা বইমেলায়।
সাংবাদিকদের লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থ প্রতিম রায় জানান, এবছর বইমেলায় অমিয় ভূষণ মজুমদার স্মৃতি সম্মান জ্ঞাপন করা হবে লেখক ভাগীরথ দাস কে।
কুর্নিশ ঘোষ স্মৃতি সম্মান জ্ঞাপন করা হবে কবি শশীবালা অধিকারী কে। বইমেলার থিম হিসাবে থাকছে স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এবছর জেলা বইমেলায় ৮০ টি প্রকাশক সংস্থা অংশ নেবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও আসাম ছাড়াও কলকাতার বিভিন্ন সংস্থা। বিগত দিনে কোচবিহারে বইমেলায় বই বিক্রির ক্ষেত্রে যে রেকর্ড করেছে এবার তা ছাপিয়ে যাবে। তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। বইমেলার কয়েকদিন নানা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান।