থানা কার্ড বানিয়ে এক শ্রেণীর পুলিশ কর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ওভার লোড বালি পরিবহনে মদতের ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়াল! আর এই পুলিশের তোলাবাজীর পর্দা ফাঁস করলেন খোদ বালি পরিবহনে যুক্ত লরির এক চালক।
টাকা দিয়ে ওভার লোড বালি পরিবহনের দায়ে ধরা পড়তেই পুলিশের কার্ড বানিয়ে থানায়,থানায় টাকা তোলার ঘটনা ফাঁস করলেন চালকরা।
জেলার কেতুলপুরে অভিযানে নেমে ভূমিদপ্তর ১৩ টি ওভার লোড করা বালির লরি আটক করে।এবং লরি পিছু এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।
বালি পরিবহনে যুক্ত লরির ওভার লোড করার প্রবণতা বেড়ে যাওয়ায় ভূমি দপ্তরের রাজস্বে টান পড়ছিল। এবার সেই ঘাটতি মেটাতে উঠে পড়ে লেগেছে দপ্তর। বিশেষ অভিযানের পাশাপাশি,চেক পোস্ট বানিয়ে নিয়মিত তল্লাসি ও বালি খাদানে সিসিটিভি লাগিয়ে নজরদারী চালু করছে দপ্তর।
আধিকারিকদের দাবী তাহলেই ওভার লোডিং এর প্রবনতা দূর করা যাবে।
পুলিশের তোলাবাজীর পর্দা ফাঁস করলেন খোদ বালি পরিবহনে যুক্ত লরির এক চালক
পুলিশের তোলাবাজীর পর্দা ফাঁস করলেন খোদ বালি পরিবহনে যুক্ত লরির এক চালক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram