বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ উলুবেড়িয়া কলেজের

বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ উলুবেড়িয়া কলেজের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ উলুবেড়িয়া কলেজের। গত ২৩ ডিসেম্বর থেকে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে শুরু হয়েছে ৩৪ তম হাওড়া জেলা বইমেলা। চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আর এই বইমেলায় বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এক অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ। মূলত কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় এবং কলেজের অধ্যক্ষ দেবাশীষ পালের উদ্যোগে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অভিনব উদ্যোগ সম্পর্কে মন্ত্রী পুলক রায় বলেন অনেক প্রবীণ ব্যক্তির বই পড়ার ইচ্ছে থাকলেও বার্ধক্য জনিত কারণে এবং শারীরিক অক্ষমতার কারণে তাদের সেই ইচ্ছে পূরণ হয় না। সেইসব ব্যক্তিদের জন্য কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের নাম ঠিকানা ফোন নাম্বার যোগাড় করে তাদের সঙ্গে যোগাযোগ করবে। পরে সেই সব ব্যক্তিদের পছন্দের বই সংগ্রহ করে ছাত্র-ছাত্রীরা তাদের বাড়িতে গিয়ে বই পড়িয়ে শুনিয়ে আসবে। ইতিমধ্যে বইমেলায় ঘুরে ঘুরে ছাত্র ছাত্রীরা নাম ও ঠিকানা সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানান মন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি

অন্যদিকে কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল জানান কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতে আমরা কলেজের ছাত্র-ছাত্রীদের বলেছি তারা যদি মেলা থেকে বই কিনে সেই বই আমাদের কলেজে ফেরত দেয় তাহলে কলেজ কর্তৃপক্ষ সেই ছাত্র বা ছাত্রীকে তার কেনা বইয়ের নাম ফেরত দিয়ে দেবে। ইতিমধ্যে কলেজের ছাত্র-ছাত্রীদের মোবাইলে এই মেসেজ পাঠানো শুরু হয়েছে বলে জানান দেবাশীষ পাল। অপরদিকে বর্তমান মোবাইলের যুগে বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উলুবেড়িয়া কলেজের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top