প্রকাশ্য রাজপথে গুলি করে ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। প্রকাশ্য রাজপথে গুলি করে এক ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। মোটর বাইকে করে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা । মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম সোহেল শেখ (৩২)। তার বাড়ি কালিয়াচকের শেরশাহী এলাকায় । পেশায় কাপড় ব্যবসায় এবং পাশাপাশি শ্রমিক সরবরাহ করতেন। পরিবারে স্ত্রী এবং দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে , বৃহস্পতিবার রাতে ব্যবসার কাজ সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বালিয়াডাঙ্গার গোলাপগঞ্জ রাজ্য সড়কের কোম্পানিটোলা এলাকার কাছে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। সরাসরি ওই ব্যবসায়ীর মাথায় গুলি লাগে । ঘটনাস্থলেই মোটরবাইক নিয়ে পড়ে যান তিনি । সেখানেই তাঁর মৃত্যু হয়। গুলির শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। এরপরই শুরু হয় গ্রামবাসীদের বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে পাশাপাশি অপরাধও বাড়ছে। কালিয়াচকের তৃণমূল নেতা ও কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল শেখ ও পুলিশের বিরুদ্ধে ক্ষোর্ত উগরে দিয়ে বলেছেন, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমাগত বেড়েই চলেছে।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না। প্রকাশ্য রাস্তায় একজন ব্যবসায়ীকে এদিন গুলি করে খুনের ঘটনায় আমরা আতঙ্কিত। ছেলেটি ভালো মানুষ বলেই আমরা জানতাম। ওর সাথে কারোর কোন শত্রুতা থাকতে পারে বলে মনে হয় না। পরিকল্পনা করে ওকে খুন করা হয়েছে । দ্রুত এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে এলাকায় বৃহত্তম আন্দোলন শুরু হবে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে