ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের রজত জয়ন্তী বর্ষ। বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হল। এই উপলক্ষে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ভবন থেকে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাস সভা মঞ্চে গিয়ে সমাপ্ত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় অংকন প্রতিযোগিতা খবর লেখা এবং খবর পাঠ করা প্রতিযোগিতা । কঙ্কন প্রতিযোগিতায় ক এবং খ বিভাগে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন।
উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ বিশ্বাস , ইসলাম পুর এর সাহিত্যিক নিশিকান্ত সিনহা সহ বিভিন্ন কবি-সাহিত্যিকগণ । এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের প্রবীণ নবী ন সাংবাদিক গণ । বর্ষিয়ান সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালভা সিংহ মহাবীর প্রসাদ টোডি সুবল গোপ , মেহেদী হেদায়ে তুল্লাহ সুশান্ত নন্দী রণজিৎ যাদব প্রমুখ । শোভা যাত্রা পরিচালনা করেন কাজল মন্ডল এবং জব্বার আলি । সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
ক্লাব সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ জানান, ইসলামপুর মহাকুমা প্রেসক্লাবের ২৫ বছর কে স্মরণীয় করে রাখার জন্য নানা বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী সব পালন করা হয় । ক্লাবের ২৫ বছরের ফেলে আসা দিনগুলি নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের বর্ষিয়ান সাংবাদিকরা । ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা বর্ষিয়ান সাংবাদিক সালভা সিংহ জানান, বিগত ২৫ বছর আগে 6 জন সদস্য নিয়ে মহকুমা প্রেস ক্লাব গঠন করা হয় , আজ তার সদস্য সংখ্যা ত্রিশ জন ।
আগে গাছ তলায় বা কোন দোকানের বেঞ্চে বসে খবর লেখা হত । বর্তমানে ইসলামপুর প্রেসক্লাবের নিজস্ব দ্বিতল ভবন আছে এবং ত্রিতল ভবনের কাজ চলছে । আগামীতে ক্লাবের আরও অগ্রগতি ঘটবে ।