মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা। বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ নিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, তাঁর রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্পগুলি শুরু হয়েছিল, সেই প্রকল্পগুলোর উদ্বোধন নিয়ে তিনি খুশি।
প্রকল্পের অনেকগুলোই তাঁর সময়ে পরিকল্পনা ও শিলান্যাস করা হয়েছিল। এদিন জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের বিশেষ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনাকে ধন্যবাদ জানাই৷ আপনি জানলে খুশি হবেন যে আজ আমার খুবই খুশির দিন৷ কারণ, আপনার স্বপ্নের প্রকল্প তারাতলা-জোকা মেট্রো আমি শিলান্যাস করেছিলাম রেলমন্ত্রী হিসেবে৷ এদিন বেলা ১১-৪০ মিনিট নাগাদ ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
প্রসঙ্গত, এদিনই ভোররাতে প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে রওনা হন। গান্ধীনগরে হয় হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর এদিনের কলকাতা সফর বাতিল করা হয়। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, এদিন বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও অনেকগুলো প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন হাওড়া স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জন বার্লা, নিশীথ প্রামাণিক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে