উলুবেড়িয়ায় আগুনে পুড়ল ৩৭ টি দোকান, শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উলুবেড়িয়া বাজার ও সংলগ্ন এলাকার ৩৭ টি দোকান। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত হল উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন ইনস্টিটিউট এন্ড লাইব্রেরি। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ উলুবেড়িয়া লকগেট মোড়, বাজার এবং ফুলেশ্বর ১১ ফটক এলাকায় একের পর এক দোকানে আগুন লাগে। ফল থেকে জামা কাপড়, জুতো থেকে খাবারের দোকান নিমিষে আগুনের গ্রাসে চলে যায়।দাউদাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। অন্যদিকে উলুবেড়িয়ার ১২১ বছরের প্রাচীন ইনস্টিটিউট এন্ড লাইব্রেরি ও আগুনের গ্রাসে চলে যায়।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
আগুনে প্রতিষ্ঠানের ভিতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনার স্থলে পৌঁছে ঘন্টা খালেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে দোকানগুলি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ প্রশাসনিক আধিকারিকরা। অভয় দাস বলেন আগুন লাগার ঘটনাটি ম্যান মেড। আমরা পুলিশকে বলেছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি বলে জানান অভয় দাস।
উল্লেখ্য, উলুবেড়িয়ায় আগুনে পুড়ল ৩৭ টি দোকান, শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উলুবেড়িয়া বাজার ও সংলগ্ন এলাকার ৩৭ টি দোকান। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত হল উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন ইনস্টিটিউট এন্ড লাইব্রেরি। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।