বাগনানে বিরোধী শিবিরের ৪০০ জন তৃণমূলে যোগ দিল। পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বিরোধী শিবিরে আঘাত হানলো তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই বাগনানের বাঙালপুরে ভাজপা, সিপিএম এবং কংগ্রেস থেকে ৪০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিল। এদিন বিকেলে বাঙালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া, গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল, বাঙাল পুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান সহ অন্যান্যরা। এদিন বিধায়ক অরুণাভ সেন অভিযোগ করেন আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে নিজেদের ইচ্ছেমতো নাম ঢুকিয়ে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
যাতে তৃণমূল কংগ্রেসের উপর এই দায় বতায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তখন চিন্তার কোন কারণ নেই। আগামী এক বছরের মধ্যে যাদের তালিকায় নাম নেই তাদের প্রত্যেকের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানান অরুনাভ সেন। এদিন বিধায়ক দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনাদের দায়িত্ব অনেক। পঞ্চায়েত নির্বাচনে বাঙালপুর অঞ্চল থেকে ভাজপা এবং তাদের দোসর সিপিএম ও কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেবার দায়িত্ব দলীয় কর্মীদের হাতে তুলে দেন বিধায়ক অরুণাভ সেন।
উল্লেখ্য, বাগনানে বিরোধী শিবিরের ৪০০ জন তৃণমূলে যোগ দিল। পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বিরোধী শিবিরে আঘাত হানলো তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই বাগনানের বাঙালপুরে ভাজপা, সিপিএম এবং কংগ্রেস থেকে ৪০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিল। এদিন বিকেলে বাঙালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া, গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন।