শালবনির ভাউদিতে হাতির হামলায় গুরুতর জখম এক ব্যক্তি, এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা। শনিবার বছরের শেষ দিন হাতির হামলায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি মৌপাল সংলগ্ন জলহরি গ্রামের ৪৫ বছর বয়সী প্রশান্ত রানা নামে এক চাষী আলু চাষের জমিতে জল দেওয়ার জন্য গিয়ে হাতির হামলায় মারা গিয়েছে। ওই ঘটনার রেস কাটতে না কাটতে বছরের প্রথম দিন রবিবার ফের হাতির হামলার ঘটনা ঘটলো শালবনি ব্লকের ভাউদি গ্রামে ।
ওই গ্রামের বাসিন্দা প্রায় আটচল্লিশ বছর বয়সী গৌরাঙ্গ মন্ডলকে রবিবার রাতে একটি দাঁতাল হাতি আছাড় দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তাকে রবিবার রাত্রি দশটা নাগাদ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
তবে তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা খুবই সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ওই ঘটনার ফলে ভাউদি এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। ভাউদি এলাকায় দুটি হাতি রয়েছে।
সেই হাতি দুটি ওই এলাকায় তান্ডব শুরু করেছে বলে গ্রামবাসীরা জানান। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই দুটি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে । সেই সঙ্গে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির হামলায় গুরুতর জখন ব্যক্তির চিকিৎসার জন্য বন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে বন দপ্তরের এক আধিকারিক জানান। তবে ওই ঘটনার ফলে ভাউদি এলাকায় হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, শালবনির ভাউদিতে হাতির হামলায় গুরুতর জখম এক ব্যক্তি, এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা। শনিবার বছরের শেষ দিন হাতির হামলায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি মৌপাল সংলগ্ন জলহরি গ্রামের ৪৫ বছর বয়সী প্রশান্ত রানা নামে এক চাষী আলু চাষের জমিতে জল দেওয়ার জন্য গিয়ে হাতির হামলায় মারা গিয়েছে। ওই ঘটনার রেস কাটতে না কাটতে বছরের প্রথম দিন রবিবার ফের হাতির হামলার ঘটনা ঘটলো শালবনি ব্লকের ভাউদি গ্রামে ।