কালী পুজোর প্রাক্কালে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এফ ইউ সি ময়দানে প্রায় ৬ হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন এই সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন,হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, নওদার বিধায়ক আবু তাহের খান, সহ জেলা তৃণমূল নেতৃত্ব ও কমী সদস্যরা। এদিন সভা শেষে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূল পর্জবেক্ষক শুভেন্দু অধিকারী জানান মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলাকে অনেক আন্তরিকতার সাথে বিশ্ব বিদ্যালয় উপহার দিয়েছেন, আর কেউ কেউ এই জেলার মানুষকে ঠকিয়েছেন।এদিন তিনি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে বলেন ৪ বছরে কারও সাথে যোগাযোগ না রেখে আজ ভাগীরথী এক্সপ্রেসে সেলফি তুলছেন । মানুষ সব বুঝে গেছেন কখনো সেলফি তো কখনো ক্লাবে গিয়ে ফুটবলে কিক দিয়ে কিছু হবে না, আগামী লোকসভা ভোটে এই জেলায় ৩ টি আসনই শাসক দলের আসবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
কালী পুজোর প্রাক্কালে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী
কালী পুজোর প্রাক্কালে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram