শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও হরিণের সিং সহ গ্রেপ্তার দুই। শিলিগুড়ি সংলগ্ন বৈকন্ঠপুর বনবসতি এলাকায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আসাম নিবাসী ব্যক্তির বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র ও হরিণের সিং সহ গ্রেপ্তার দুই। ধৃতদের নাম প্রভানন্দ রায় ও কৃষ্ণা দাস। বুধবার ভোরে শিলিগুড়ি ডাব গ্রাম রেঞ্জ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফারাবাড়ি এলাকায় অভিযান চালায়। ফারাবাড়ি আশিগড় সংলগ্ন এলাকা থেকে হরিণের সিংহ সহ দেশি আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করা হয় প্রভানন্দ রায়কে।
তাদের হেফাজত থেকে মিলেছে তিন সেন্টিমিটারের একটি হরিণের শিঙ। এই বিষয়ে বৈকন্ঠপুর বনাঞ্চলের ডিএফও মঞ্জুলা তির্কি সংবাদমাধ্যমকে জানান ধৃতরা দুজনেই আসামের নিবাসী। ২০১৭ সাল থেকে শিলিগুড়ি আশিগড় সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে বসবাস শুরু করে তারা। বেশ কিছুদিন আগে ওই এলাকা থেকে পরপর ৩ চোরা কারবারীকে গ্রেফতার করে বনকর্মীরা। তাদের হেফাজত থেকে তীর ধনুক আগ্নেয়াস্ত্র সহ টিয়া পাখি এবং বন্যপ্রাণীর চামড়া মেলে। সে সূত্র ধরেই ওই এলাকায় লাগাতার নজর রয়েছে বনদপ্তরের। সে মতোই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন – তথ্য চিত্রের মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকার প্রদর্শনী
তাদের হেফাজত থেকে যে বন্দুকটি মিলেছে তা দেশি গাদা পিস্তল। ধৃতদের জলাপাইগুড়ি আদালতে পেশ করা হয়। দেশি পিস্তল রাখার অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণ আইনে মামলার রুজু হয়েছে দুই ধৃতের বিরুদ্ধে। ধৃতদের সঙ্গে উঠে এসেছে আরো এক ব্যক্তির নাম। চোরাচালান কারবারীর সঙ্গে যুক্ত রয়েছে ওই ব্যক্তি বলেই প্রাথমিকভাবে মনে করছে বনদপ্তর। ওই ব্যক্তি সন্ধানে নেমেছে বনদপ্তর।
উল্লেখ্য, শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও হরিণের সিং সহ গ্রেপ্তার দুই। শিলিগুড়ি সংলগ্ন বৈকন্ঠপুর বনবসতি এলাকায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আসাম নিবাসী ব্যক্তির বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র ও হরিণের সিং সহ গ্রেপ্তার দুই। ধৃতদের নাম প্রভানন্দ রায় ও কৃষ্ণা দাস। বুধবার ভোরে শিলিগুড়ি ডাব গ্রাম রেঞ্জ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফারাবাড়ি এলাকায় অভিযান চালায়। ফারাবাড়ি আশিগড় সংলগ্ন এলাকা থেকে হরিণের সিংহ সহ দেশি আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করা হয় প্রভানন্দ রায়কে।