গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক কয়লা ব্যবসায়ী। ব্যবসায়িক হিসেব নিয়ে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় এক কয়লা ব্যবসায়ীকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। গলসি থানার বড়দিঘিতে তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গলসি থানার পুরষার বাসিন্দা শেখ মসিয়ত আলম এবং তাঁর ইটভাটার দুই পার্টনার আব্দুল কালাম মণ্ডল ও শেখ মেহবুব হোসেন ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
পথে উচ্চগ্রাম মোড়ের কাছে একটি চায়ের দোকানে তাঁরা দাঁড়ান। সেখানে তাঁদের সঙ্গে কয়লা ব্যবসায়ী নাজমূলের দেখা হয়। তার কাছ থেকে ইটভাটার জন্য আগে কয়লা কিনতেন মসিয়ত। কিন্তু, টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তার কাছ থেকে কয়লা কেনা বন্ধ করে দেন তিনি। চায়ের দোকানে নাজমূলকে দেখতে পেয়ে তিনি টাকা-পয়সার হিসেব মিটে যাওয়ার বিষয়টি লিখে দেওয়ার জন্য বলেন। এনিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন আচমকা কাছে থাকা রিভলবার থেকে শূন্যে দু’রাউন্ড গুলি চালায় নাজমূল। সেই সময় চায়ের দোকানে বেশ কয়েকজন ছিলেন।
আরও পড়ুন – তথ্য চিত্রের মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকার প্রদর্শনী
গুলি চালানোয় প্রাণহানির সম্ভাবনার কথা জানিয়ে ঘটনার কিছুক্ষণ পরই থানায় অভিযোগ দায়ের করেন মসিয়ত। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার দিন রাতে গলসি থানার কুলগড়িয়াচটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ঘটনাস্থল থেকে ব্যবহৃত দু’টি গুলির খোল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ধৃতের কাছ থেকে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। রিভলবারের লাইসেন্স ধৃতের নামে রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিস। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শনিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক কয়লা ব্যবসায়ী। ব্যবসায়িক হিসেব নিয়ে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় এক কয়লা ব্যবসায়ীকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। গলসি থানার বড়দিঘিতে তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গলসি থানার পুরষার বাসিন্দা শেখ মসিয়ত আলম এবং তাঁর ইটভাটার দুই পার্টনার আব্দুল কালাম মণ্ডল ও শেখ মেহবুব হোসেন ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছিলেন।