দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। পঞ্চায়েত নির্বাচনের আগে জন সংযোগ বাড়াতে দিদিকে বলো র পর এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন চমক দিদির সুরক্ষা কবজ। এই সুরক্ষা কবজ কর্মসূচি সফল করতে ২৮ নম্বর চোপড়া বিধানসভা এলাকার সমস্ত ব্লক এবং অঞ্চল নেতৃত্বদের নিয়ে শুক্রবার প্রেস মিট করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।
প্রেস মিট করার আগে চোপড়া ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি সহ-সভাপতি কোর কমিটির চেয়ারম্যান পঞ্চায়েত প্রধান এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি কর্মীসভাও করেন বিধায়ক হামিদুল রহমান । ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, জিয়াউল হক, মহিলা ব্লক সভাপতি আসমত আরা বেগম, অসীম মুখার্জি প্রমুখ নেতাগণ ।
প্রেস মিটে বিধায়ক হামিদুল রহমান জানান , দিদির বিভিন্ন উন্নয়নের সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছে তা খতিয়ে দেখতে দলীয় কর্মীরা টিম করে গ্রামে গ্রামে এবং বাড়ি বাড়ি পৌঁছাবেন । শুধু তাই নয় কোন পরিবার যদি উন্নয়ন থেকে বঞ্চিত থাকে তার একটি তালিকা তৈরি করা হবে এবং কেন ওই পরিবার উন্নয়ন থেকে বঞ্চিত তার সঠিক খোঁজ খবর নিয়ে ওই পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হামিদুল বাবু দাবি করেন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন উন্নয়নের প্রকল্প গুলির ৯০% মানুষই পেয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর কাজ হয়েছে। বাড়িতে বসেই প্রত্যন্ত গ্রামের মানুষ বিভিন্ন প্রকল্প গুলির ফর্ম জমা দিয়ে সুফল পেয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই সাধারণ মানুষের কাজের সুবিধার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচির চালু করেছে । তাই এই কর্মসূচি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে ।
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
এছাড়াও ইতিমধ্যেই দিদি র স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিশ্বশ্রীর খেতাব পেয়েছে। রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার জ্বলন্ত প্রমাণ এই কর্মসূচি গুলি । আগামী ১১ তারিখ থেকে রাজ্যের সাথে চোপড়া বিধানসভা এলাকার প্রতিটি পঞ্চায়েতে দলীয় কর্মীরা টিম করে শুরু করবেন দিদির সুরক্ষা কবজ কর্মসূচির অভিযান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক হামিদুল বাবু জানান, চোপড়ার মানুষ জাত পাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা চায় উন্নয়ন, তাই চোপড়ার উন্নয়নকে ধরে রাখতে আগামী পঞ্চায়েত নির্বাচনে চোপড়ার মানুষ তৃণমূলকেই ভোট দেবেন।



















