দিদির সুরক্ষা কবচ নিয়ে শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার জনতার দরবারে পৌছনোর রুট ম্যাপ দেবে রাজ্য। দিদির সুরক্ষা কবচ নিয়ে শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার জনতার দরবারে পৌছনোর রুট ম্যাপ দেবে রাজ্য। কলকাতা থেকে শিলিগুড়ি শহর ও শিলিগুড়ি গ্রামীণ এলাকায় দিদির দূতেদের পৌঁছানোর জন্য পাঠানো হবে রুট ম্যাপ। রাজ্যের শীর্ষ নেতৃত্বদের নির্ধারিত করা সেই রুট ম্যাপ ধরে শিলিগুড়ি শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায় দিদির সুরক্ষা কবচ নিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছবেন দার্জিলিং জেলা তৃণমূল নেতাকর্মীরা।
শুক্রবার শিলিগুড়ি হিলকার্ট রোডে দার্জিলিং জেলা তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে দিদির সুরক্ষা কবজের কর্মসূচি শুভ সূচনা করা হয়। এদিন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেমতো ১৬ই জানুয়ারি থেকে মানুষের কাছে পৌঁছোব আমরা। প্রতিটি বুথে বুথে দিদির দূতেরা এলাকা ধরে ধরে প্রতিটি আম সাধারণের বাড়ির দরজায় পৌঁছে যাবেন।
প্রায় ৬০ দিন ধরে চলবে এই কর্মসূচি। গ্রামাঞ্চলে ৩৩০ টি এবং নগরে ১২৫ টি এলাকায় পৌঁছবে দিদির দূতেরা। বিজেপি কুৎসা অপপ্রচার ছাড়া কিছুই করছেন না। দিদির দূত নামক কর্মসূচি নিয়ে সাড়ে তিন কোটি পরিবারের কাছে পৌছাব। রাত্রি যাপন করবে। দিদির চিঠি পৌঁছে দেওয়া হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা চেয়ারম্যান অলক চক্রবর্তী,মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের
সভাধিপতি অরুণ ঘোষ ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
অলক বাবু জানান কলকাতা থেকে স্থির করে দেওয়া হবে সেমত নামবো। অন্যদিকে মেয়র জানান এদিন জানান পূর্ব সূচি অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শনিবার বিকেল থেকে রবিবার বরো ভিত্তিক মানুষের কাছে যাব। বড় ওয়ার্ড সময় লাগবে। তিনি বলেন উত্তরবঙ্গ অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। অকারণে আনন্দ ময় বর্মন ও ফাঁসীদেওয়া বিধায়ক। হাসমি চকে অবরোধ করছেন। আমি বিরোধী দলনেতাকে ফোন করেছিলাম। হাসপাতাল জানিয়েছে কোনো আঘাতের রিপোর্ট নেই।