Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ব্যারাকপুরে ষষ্ঠ বার্ষিকী বিবেক মেলার শুভ উদ্বোধন

ব্যারাকপুরে ষষ্ঠ বার্ষিকী বিবেক মেলার শুভ উদ্বোধন

ব্যারাকপুরে ষষ্ঠ বার্ষিকী বিবেক মেলার শুভ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্যারাকপুরে ষষ্ঠ বার্ষিকী বিবেক মেলার শুভ উদ্বোধন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব ইয়ুথ সেন্টারের পরিচালনায় ও ব্যারাকপুর পুরসভার সহযোগিতায় সাতদিন ব্যাপী বিবেক মেলার শুভ উদ্বোধন হল রবিবার বিকেলে।

 

এদিন কালিয়া নিবাস যুব সংঘ খেলার মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ষষ্ঠ বার্ষিকী এই মেলার শুভ উদ্বোধন করেন,স্বামী নিত্যরুপানন্দজী মহারাজ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং,বিধায়ক তথা রাজ্যে মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি, পুরপ্রধান উত্তম দাস,উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ ও মেলার মুল সংগঠক সম্রাট তপাদার। মেলা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। সংগঠকদের তরফে সম্রাট তপাদার জানান, প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে সাধারণ মানুষের জন্য।

 

মেলা উপলক্ষে প্রতিদিনই থাকছে নামিদামি শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা,যেমন খুশি সাজো প্রতিযোগিতা,ফুচকা খাওয়া প্রতিযোগিতা এবং বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য কলাকুশলীরা। সরাকারি ও বেসরকারি মিলেয়ে এবার মেলা প্রাঙ্গণে পঞ্চাশটির বেশি স্টল থাকছে। এদিন উদ্যোক্তাদের তরফে প্রায় একশ জন প্রতিবন্ধী মানুষের হাতে হুইল চেয়ার,ট্রাই সাইকেল ও স্ক্রাচ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন –  দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং বলেন,মেলা মানে মানুষের সমাগম। মেলাই মানুষকে এক জায়গায় নিয়ে আসে। এমন একজন ব্যাক্তির নামে এই উৎসবটা হচ্ছে,যার খ্যাতি বিশ্বজোড়া। তাই স্বামীজির কথাগুলো যদি আমরা .১ শতাংশ পালন করতে পারি,জীবনটাই স্বার্থক হয়ে যাবে। ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের স্বামী নিত্যরুপানন্দজী বলেন, স্বামীজির কথা বলুন। স্বামীজির কথা ভাবুন। ওনার বানী থেকেই সবাই শান্তি পাবেন। ওনার কথাগুলো স্বরন করলে মানুষের মধ্যে চেতনা বাড়বে।

 

উল্লেখ্য, ব্যারাকপুরে ষষ্ঠ বার্ষিকী বিবেক মেলার শুভ উদ্বোধন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব ইয়ুথ সেন্টারের পরিচালনায় ও ব্যারাকপুর পুরসভার সহযোগিতায় সাতদিন ব্যাপী বিবেক মেলার শুভ উদ্বোধন হল রবিবার বিকেলে।

 

এদিন কালিয়া নিবাস যুব সংঘ খেলার মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ষষ্ঠ বার্ষিকী এই মেলার শুভ উদ্বোধন করেন,স্বামী নিত্যরুপানন্দজী মহারাজ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং,বিধায়ক তথা রাজ্যে মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি, পুরপ্রধান উত্তম দাস,উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ ও মেলার মুল সংগঠক সম্রাট তপাদার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top