বিস্ফোরণের ঘটনায় উতপ্ত কামারহাটি,জখম ৪

বিস্ফোরণের ঘটনায় উতপ্ত কামারহাটি,জখম ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিস্ফোরণের ঘটনায় উতপ্ত কামারহাটি,জখম ৪। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তীব্র বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়াল কামারহাটিতে। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কামারহাটির এন আর এ রোড এলাকায় একটি কাটা গ্যাসের দোকানের সামনে আচামকাই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

 

যদিও ওই এলাকাটি পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় ঘটনায় দুজন কিশোর,একজন মহিলা সহ চারজন জখম হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ ও কামাহাটি থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল। যদিও কি ভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল,তা নিয়ে রিতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

জানা গেছে,ওই এলাকায় রাস্তার পাশে থাকা একটি দোকানে বেআইনি ভাবে গ্যাস রিফিলিংয়ের কাজ চলত। এদিন ওই দোকানে রিফিরিংয়ের সময় গ্যাস সিলিন্ডার ফেটেই এই ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়দের একাংশ তা মানতে নারাজ। তাদের দাবি,বোমা ফেটেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক মহিলা জানান,পুরানা লাইন গেটের সামনে একটি ছেলে ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল। সেই সময় অন্য দুই -তিনজন ছেলে ওর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তখন ব্যাগ বাহক ছেলেটি ওদের হুমকি দিয়ে বলে,আমি যদি যাই তোদের নিয়ে যাব। এরপরই ছেলেটি হাতে থাকা বোমা ভর্তি ব্যাগটি মাটিতে ফেলে দেয়।

 

আর সেই বোমা ফেটেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কোন গ্যাস সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটেনি। ওই মহিলার আরও দাবি, তিনি নিজের চোখে ঘটনাটি প্রত্যক্ষ্য করছেন। এদিকে বিস্ফোরণের ঘটনায় জখম এক কিশোর মহম্মদ আরিফ জানান, স্কুল থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছিলাম। সেই সময় বিকট একটা বিস্ফোরণের শব্দ হয়। কিছু একটা বস্তর আঘাত গাঁয়ে এসে লাগে। তার পরেই বেহুঁশ হয়ে পড়ি। তবে কি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা নজরে আসেনি। এপ্রসঙ্গে দমকলের এক আধিকারিক জানান,কি ভাবে এই ঘটনা ঘটেছে,তা এখনই বলা সম্ভব নয়। স্থানীয়রাই ভালো বলতে পারবেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

 

এসে দেখি কিছূ গ্যাস সিলিন্ডার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাছাড়া রাস্তায় রক্তের ছাপ ছিল, সেগুলো জল ধুয়ে দিওয়া হয়েছে। দমকল আধিকারিকের কথায়, রিফিরিংয়ের দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোন চিহ্ন আমরা পাইনি। এমনকি গ্যাস রিফিলিংয় হচ্ছিল, তার কোন চিহ্নও আমরা ওই দোকান থেকে পাইনি। ঘটনার খবর পেয়ে সাগর দত্ত হাসপাতালে ছুটে আসেন কামারহাটি পুরসভার উপ-পুরপ্রধান তুষার চ্যাটার্জী। তিনি বলেন, বিধায়ক মদন মিত্রের আদেশে দৌড়ে এলাম। প্রাথমিক লক্ষ্য আহতদের সুচিকিৎসা পাইয়ে দেওয়া।

 

কি ভাবে বিষ্ফোরণের ঘটনা ঘটল তা বলতে পারব না। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিচ্ছি। ঘটনায় দুই কিশোর সহ চারজন জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে বোমা নাকি গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণের ঘটনা, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অজয় প্রসাদ ও অন্যান্য তদন্তকারী অফিসারেরা।

 

জায়গাটি খুঁটিয়ে দেখে তারা বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা চালান। পরিদর্শন শেষে ডিসি সাউথ অজয় প্রসাদ বলেন,আমরা একটা দুর্ঘটনার খবর পেয়েছি। বেশ কয়েকজন জখম হয়েছেন। অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু একজন চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। তাছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞদের আসতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top