কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় শাসনকালে জুলাই ২০২১ সালে একবার মন্ত্রিসভার রদবদল করেন। যেখানে আগে প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদী তাঁর পাঁচ বছরের শাসনকালে তিনবার মন্ত্রিসভার রদবদল করেছিলেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কিংবা সরকারের তরফেও সরকারি ভাবে কোনও বার্তা দেওয়া হয়নি।
তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি সাংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর তার আগেই মন্ত্রিসভাতে এই রদবদল হতে পারে বলে খবর। অন্যদিকে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক ১৬ থেকে ১৭ জানুয়ারি দিল্লিতে হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গতবার প্রকাশ জাভেড়াকার, রবিশংকর প্রসাদের মতো বড় মাথাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি বাবুল সুপ্রিয়ও চাকরি খোওয়ান। আর এই সমস্ত জায়গাতে একাধিক নতুন মুখ নিয়ে আসা হয়।
তবে এবার মোদীর মন্ত্রিসভাতেও চমক থাকতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক সংবাদমাধ্যমের দাবি, অন্তত ১২ জন মন্ত্রী এবার পদ খোয়াতে পারেন। অন্যদিকে মনে করা হচ্ছে একনাথ শিন্ডে শিবির থেকে সাংসদদের মধ্যে কাউকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে জায়গা দিতে পারেন নরেন্দ্র মোদী। এছাড়াও চিরাগ পাসওয়ানকে পুরস্কৃত করা হতে পারে বলে খবর। এছাড়াও বেশ কয়েকজন শরিক দল থেকেও মন্ত্রী হতে পারে বলে খবর। আর এই তালিকাতে বাংলা থেকে কাউকে কেন্দ্রীয় মুখ করা হয় কিনা সেদিকেই নজর থাকবে।
আরও পড়ুন – প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় সড় গাফিলতি
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় শাসনকালে জুলাই ২০২১ সালে একবার মন্ত্রিসভার রদবদল করেন। যেখানে আগে প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদী তাঁর পাঁচ বছরের শাসনকালে তিনবার মন্ত্রিসভার রদবদল করেছিলেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কিংবা সরকারের তরফেও সরকারি ভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি সাংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর তার আগেই মন্ত্রিসভাতে এই রদবদল হতে পারে বলে খবর।
অন্যদিকে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক ১৬ থেকে ১৭ জানুয়ারি দিল্লিতে হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গতবার প্রকাশ জাভেড়াকার, রবিশংকর প্রসাদের মতো বড় মাথাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি বাবুল সুপ্রিয়ও চাকরি খোওয়ান। আর এই সমস্ত জায়গাতে একাধিক নতুন মুখ নিয়ে আসা হয়। তবে এবার মোদীর মন্ত্রিসভাতেও চমক থাকতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক সংবাদমাধ্যমের দাবি, অন্তত ১২ জন মন্ত্রী এবার পদ খোয়াতে পারেন। মন্ত্রিসভায়