ছাত্রের রহস্যমৃত্যু। হাওড়ার দাসনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় শুক্রবার ঘটনাস্থলে এলেন ফরেনসিক দল। বহুতলের ছাদের উপর থেকে একাধিকবার ডামি পুতুল নিচে ফেলে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা। দলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডঃ চিত্রাক্ষর সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এখনই তদন্তের সম্পর্কে কিছু জানানো সম্ভব নয়। কিছু বলার মতো পরিস্থিতি এখন নেই। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত চলছে।
সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, হাওড়ার দাসনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দাসনগরের বালিটিকুরি ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রের নাম গণেশ ঘোষ (১৭)। সে একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায় বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। এরপর স্থানীয় ভি রোড এলাকায় বন্ধুর ফ্ল্যাটে যায় সে।
ওই ফ্ল্যাটের নিচেই পরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। রাতেই তাকে হাসপাতালে নিয়ে এলে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলেই তাঁরা মনে করছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর ঘটনার কারণ জানা যাবে।
আরও পড়ুন – পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন
উল্লেখ্য, হাওড়ার দাসনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় শুক্রবার ঘটনাস্থলে এলেন ফরেনসিক দল। বহুতলের ছাদের উপর থেকে একাধিকবার ডামি পুতুল নিচে ফেলে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা। দলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডঃ চিত্রাক্ষর সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এখনই তদন্তের সম্পর্কে কিছু জানানো সম্ভব নয়। কিছু বলার মতো পরিস্থিতি এখন নেই।
পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত চলছে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, হাওড়ার দাসনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দাসনগরের বালিটিকুরি ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রের নাম গণেশ ঘোষ (১৭)। সে একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায় বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। এরপর স্থানীয় ভি রোড এলাকায় বন্ধুর ফ্ল্যাটে যায় সে। ওই ফ্ল্যাটের নিচেই পরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। ছাত্রের রহস্যমৃত্যু