দিদির দূত কর্মীসূচী রঘুনাথগঞ্জে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির যোগ করে এবার নয়া কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনের আগে জন সংযোগ বাড়াতে দিদিকে বলোর পর এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন চমক ‘দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে ‘দিদির দূত’ নিয়ে ‘অঞ্চলে এক দিন’ কর্মসূচিতে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে পৌঁছে যাবেন ‘দিদির দূত’রা। আর গ্রাম ঘুরে শুনবেন মানুষের চাওয়া–পাওয়ার কথা।
মানুষ যা পেয়েছেন সেটা যেমন লেখা হবে, তেমন না পাওয়ার খতিয়ানও তৈরি হবে। দলীয় নির্দেশে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমুল দয়ারামপুর অঞ্চলে দলীয় পতাকা উত্তোলন করে ‘দিদির দূত’ কর্মসূচী শুরু করলেন বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমূল দয়ারামপুর অঞ্চলের কর্মসূচীর অঙ্গ হিসেবে মধ্যাহ্নভোজন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতামত বিনিময়ও করেন বিধায়ক।
আরও পড়ুন – মানুষের হয়ে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী
মধ্যাহ্নভোজন সেরে বড়শিমুল দয়ারামপুরের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের সাথে জনসংগযোগ করে তাদের অভাব–অভিযোগ শুনলেন। স্থানীয় মানুষরা এলাকার যে কাজ সম্পন্ন হয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর অঙ্গ হিসেবে এক বেসরকারি স্কুলে কর্মীসভা এবং পিওসি দের কীট প্রদান করেন।সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী অসিকুল সেখের বাড়িতে নৈশভোজ ও নিশিযাপন করেন।
সমগ্র কর্মসূচীতে বিধায়ক আখরুজ্জামানের সাথে ছিলেন রঘুনাথগঞ্জ২ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি সমিরুদ্দিন বিশ্বাস, সহ ওই অঞ্চলের প্রধান উপপ্রধান ও তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ‘দিদির দূত’ সফল হল বলে জানালেন বিধায়ক। যদিও বড়শিমুল দয়ারামপুর অঞ্চলে এই কর্মসূচীর সময় স্থানীয় কিছু মানুষ যেমন আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ককে কাছে পেয়ে।
উল্লেখ্য, দিদির দূত কর্মীসূচী রঘুনাথগঞ্জে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির যোগ করে এবার নয়া কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনের আগে জন সংযোগ বাড়াতে দিদিকে বলোর পর এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন চমক ‘দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে ‘দিদির দূত’ নিয়ে ‘অঞ্চলে এক দিন’ কর্মসূচিতে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে পৌঁছে যাবেন ‘দিদির দূত’রা। আর গ্রাম ঘুরে শুনবেন মানুষের চাওয়া–পাওয়ার কথা।