প্রধানমন্ত্রী রোজগার মেলা মালদহে। দেশে কর্মসংস্থান আরও বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী রোজগার মেলার তৃতীয় পর্বের আয়োজন করল পূর্ব রেলের মালদহ বিভাগ। শুক্রবার মালদা বিভাগে ৮১ জন প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হল।এদের মধ্যে ৭৫ জন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেন মালদহ বিভাগের বিভাগের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সুজিত কুমার। এবং অবশিষ্ট ৬ (ছয়) প্রার্থীকে ই-মেইল এবং স্পিড পোস্টের মাধ্যমে অফার লেটার পাঠানো হয়।
এই ৮১জন নিয়োগপ্রাপ্ত প্রার্থী দের মধ্যে ৫৩ জন স্টেশন মাস্টার এবং বাকি ২৮ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে মালদা বিভাগে পোস্টিং করা হয়। এই কর্মসূচিটি ছিল ৭১০৫৬ নিয়োগপত্র বিতরণের জন্য শুরু করা প্যান ইন্ডিয়া রোজগার মেলার একটি অংশ।মালদা বিভাগের এই রোজগার মেলায় উপস্থিত ছিলেন ডিভিশনাল পার্সোনাল ইনচার্জ ইন্দ্রজিৎ কুমার সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা। নতুন নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের মধ্যে ছিল চোখেমুখে খুশির ছাপ।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সমস্ত নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। তিনি বলেন, “দেশের যুব সমাজকে ক্ষমতায়নের প্রচেষ্টা রোজগার মেলা।”
শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় নব নিযুক্তদের নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৭১ হাজার জন যুবক-যুবতীর হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়ার কথা তাঁর। এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি এদিন সকালে তৃতীয় রোজগার মেলা নিয়ে একটি টুইট বার্তায় তিনি লেখেন, “এই চাকরির মেলা থেকে যুবদের ক্ষমতায়ন হচ্ছে। এর পাশাপাশি দেশের উন্নয়নে তাঁদের অংশগ্রহণও সুনিশ্চিত হয়। উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দু’বছরের মধ্যে দেশে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। তার মধ্যেই হাজার হাজার যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন মোদী।এছাড়াও প্রধানমন্ত্রী সমস্ত নতুন নিয়োগকারীদের জন্য কর্মযোগী প্ররম্ভ মডিউল অনলাইন ওরিয়েন্টেশন কোর্স চালু করেন।
আরও পড়ুন – কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত
উল্লেখ্য, প্রধানমন্ত্রী রোজগার মেলা মালদহে। দেশে কর্মসংস্থান আরও বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী রোজগার মেলার তৃতীয় পর্বের আয়োজন করল পূর্ব রেলের মালদহ বিভাগ। শুক্রবার মালদা বিভাগে ৮১ জন প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হল।এদের মধ্যে ৭৫ জন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেন মালদহ বিভাগের বিভাগের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সুজিত কুমার। এবং অবশিষ্ট ৬ (ছয়) প্রার্থীকে ই-মেইল এবং স্পিড পোস্টের মাধ্যমে অফার লেটার পাঠানো হয়।