কেন্দ্র সরকার আগে ঘাটাল মাষ্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করুক । এরপর আবাস প্লাসের তদন্ত করবে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের আবাস প্লাস নিয়ে তদন্ত প্রসঙ্গে এভাবেই তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা । শুক্রবার মেদিনীপুরে তিনি জানান , ঘাটাল মাষ্টার প্ল্যান রূপায়ন না হওয়ায় ফি বছর ঘাটাল , দাসপুর , কেশপুর , সবং , পিংলা , চন্দ্রকোনা অনেক পাকা বাড়ি ভেঙে পড়েছে। গত কয়েক বছরে বন্যার জলে এরকম ৩৫৭০ টি পাকা বাড়ি ও ১৫ হাজার মাটির বাড়ি ভেঙে পড়েছে।
সেসব গৃহহীন মানুষকে বিকল্প ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। রাষ্ট্রমন্ত্রী জানান , এত বাড়ি ভাঙার পর কেন্দ্র সরকার প্রতিনিধি দল পাঠায়নি। সেইসঙ্গে তিনি বলেন বাংলাকে বঞ্চনা করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। একশো দিন কাজের প্রকল্পের টাকা কেন্দ্র দেয়নি।যার ফলে দরিদ্র মানুষ কাজ করে টাকা পায় নি। অথচ আবাস প্লাসের ভুয়ো অভিযোগ এর তদন্ত করতে পাঠিয়েছে। আসলে মানুষ কে বিভ্রান্ত করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। তিনি এক জন প্রতিনিধি হিসেবে এবিষয়ে কেন্দ্র কে চিঠি পাঠাবেন বলে শিউলী সাহা জানান।
আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া
উল্লেখ্য, কেন্দ্র সরকার আগে ঘাটাল মাষ্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করুক । এরপর আবাস প্লাসের তদন্ত করবে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের আবাস প্লাস নিয়ে তদন্ত প্রসঙ্গে এভাবেই তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা । শুক্রবার মেদিনীপুরে তিনি জানান , ঘাটাল মাষ্টার প্ল্যান রূপায়ন না হওয়ায় ফি বছর ঘাটাল , দাসপুর , কেশপুর , সবং , পিংলা , চন্দ্রকোনা অনেক পাকা বাড়ি ভেঙে পড়েছে। গত কয়েক বছরে বন্যার জলে এরকম ৩৫৭০ টি পাকা বাড়ি ও ১৫ হাজার মাটির বাড়ি ভেঙে পড়েছে। সেসব গৃহহীন মানুষকে বিকল্প ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার।
রাষ্ট্রমন্ত্রী জানান , এত বাড়ি ভাঙার পর কেন্দ্র সরকার প্রতিনিধি দল পাঠায়নি। সেইসঙ্গে তিনি বলেন বাংলাকে বঞ্চনা করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। একশো দিন কাজের প্রকল্পের টাকা কেন্দ্র দেয়নি।যার ফলে দরিদ্র মানুষ কাজ করে টাকা পায় নি। অথচ আবাস প্লাসের ভুয়ো অভিযোগ এর তদন্ত করতে পাঠিয়েছে। আসলে মানুষ কে বিভ্রান্ত করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। তিনি এক জন প্রতিনিধি হিসেবে এবিষয়ে কেন্দ্র কে চিঠি পাঠাবেন বলে শিউলী সাহা জানান।