কবে রাহুল গান্ধীর বিয়ে? জানুন বিস্তারিত । সম্প্রতি রাহুল গান্ধীর একটি ইন্টারভিউয়ের ভিডিও সামনে এসেছে। যেখানে একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে। এমনকি কবে বিয়ে করছেন কংগ্রেস নেতা? তা নিয়েও প্রশ্ন করা হয়েছে রাহুলকে। আর এর জবাব রীতিমত চমকে দেওয়ার মতো।রাহুল গান্ধী বিয়ে নিয়ে প্রশ্নের জবাব সুন্দর ভাবে এড়িয়ে গিয়েছেন! তিনি বলছেন, সঠিক পাত্রী পেলেই বিয়ে সেরে নেব। কার্লি টেলসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাহুল গান্ধী।
আর সেই ভিডিওর একটি অংশ এক কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর তা সঙ্গে সঙ্গে ভাইরাল। ওই ছোট অংশে রাহুল গান্ধীকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছেন অ্যাংকার। শুধু তাই নয়, জীবনসাথী খোঁজার ক্ষেত্রে কোনও চেকলিস্ট আছে কিনাও প্রশ্ন করছেন ওই মহিলা। আর সেখানে রীতিমত হেসে উত্তর দিচ্ছেন রাহুল। শীঘ্রই কি বিয়ে করার জন্যে কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন? অ্যাংকারের প্রশ্নে রাহুলের উত্তর, যখন সঠিক কোনও মেয়ে জীবনে আসবে, তখনই বিয়ে করে নেব।
এই বিষয়ে তাঁর কি কোনও চেকলিস্ট আছে? হেসে সাংসদ বলছেন। না শুধুমাত্র ভালোবাসার একজন মানুষ… যিনি বুদ্ধিমান হবেন। বলে রাখা প্রয়োজন, ডিসেম্বর মাসে রাহুল গান্ধী এক YouTube চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমার জীবন সঙ্গিনীর মধ্যে মা সোনিয়া গান্ধী এবং আমার ঠাকুমা ইন্দিরা গান্ধীর গুণ থাকতে হবে। শুধু তাই নয়, সেখানে ইন্দিরা গান্ধীকে জীবনের অন্যতম ভালোবাসা এবং দ্বিতীয় মা হিসাবেও ব্যাখ্যা করতে শোনা যায় রাহুল গান্ধীকে।
আরও পড়ুন – ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভোলা’ সিনেমার দ্বিতীয় পর্বের টিজার।
উল্লেখ্য, কবে রাহুল গান্ধী বিয়ে? জানুন বিস্তারিত । সম্প্রতি রাহুল গান্ধীর একটি ইন্টারভিউয়ের ভিডিও সামনে এসেছে। যেখানে একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে। এমনকি কবে বিয়ে করছেন কংগ্রেস নেতা? তা নিয়েও প্রশ্ন করা হয়েছে রাহুলকে। আর এর জবাব রীতিমত চমকে দেওয়ার মতো।রাহুল গান্ধী বিয়ে নিয়ে প্রশ্নের জবাব সুন্দর ভাবে এড়িয়ে গিয়েছেন! তিনি বলছেন, সঠিক পাত্রী পেলেই বিয়ে সেরে নেব। কার্লি টেলসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাহুল গান্ধী।