টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, উইকেট ভালোই। নৈশালোকে পিচে ব্যাট করা সহজ হবে বলে মনে হচ্ছে। আশা করি আমরা ভালো খেলব। যেহেতু মাঠের বাউন্ডারি বড় নয়, তাই হাই স্কোরিং ম্যাচই হবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমি টস জিতলে ব্যাটিং নিতাম। প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই লক্ষ্য। নিজেদের নানা পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করে দেখতে চাই। আমরা জানি এই ম্যাচ জিতলে বিশ্বের ১ নম্বর দল হওয়া যাবে। কিন্তু যাঁরা চলতি সিরিজে সুযোগ পাননি, তাঁদের এই ম্যাচে খেলাচ্ছি। এখানে আমরা আগেও বড় স্কোর করেছি।
ভারতীয় দলে এদিন দুটি পরিবর্তন হয়েছে। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে এসেছেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন, জ্যাকব ডাফি এলেন হেনরি শিপলির জায়গায়।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক
আরও পড়ুন – ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভোলা’ সিনেমার দ্বিতীয় পর্বের টিজার।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন।
উল্লেখ্য, আজ বিরাট কোহলি শতরান পেলে স্পর্শ করবেন এক বড় মাইলস্টোন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ১০০ রান। ৪৮৯ ম্যাচে ৫৪৫ ইনিংসে এখনও অবধি কিং কোহলি ২৪,৯০০ রান করেছেন। ৭৪টি শতরান ও ১২৯টি অর্ধশতরান রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি (৬৬৪ ম্যাচে ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭) রান রয়েছে সচিন তেন্ডুলকরের। কুমার সঙ্গকারা ২৮০১৬, রিকি পন্টিং ২৭৪৮৩, মাহেলা জয়বর্ধনে ২৫৯৫৭ এবং জ্যাকক কালিস ২৫৫৩৪ রান করেছেন।