হাওড়ায় খুলে গেলো অত্যাধুনিক মানের পাইকারি ফুল বাজার। সোমবার, নেতাজি সুভাষের জন্মজয়ন্তীর দিন থেকেই হাওড়ায় খুলে গেলো অত্যাধুনিক মানের পাইকারি ফুল বাজার। গত শনিবার দুপুরে হাওড়া পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফুল বাজার খোলার ঘোষণা করেছিলেন পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, প্রাথমিকভাবে এখানে এখনও পর্যন্ত ৫৫টি স্টল চালু করা হয়েছে। তারমধ্যে ৪০ জন ফুুুল চাষী ও ১৫টি ভেন্ডারের স্টল রয়েছে।
গত বছর পুজোর আগে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম হাওড়ায় থ্রি ডি তারামন্ডলের উদ্বোধনের দিনই এই পাইকারি ফুল বাজারের উদ্বোধন করে গিয়েছিলেন। কিন্তু কিছু কাজ বাকি থাকার জন্য তখন এটি চালু করা যায়নি। সেই কাজ সম্পূর্ণ করেই ২৩ জানুয়ারি সোমবার সকালে আনুষ্ঠানিক গৃহপ্রবেশের মাধ্যমে খুলে দেওয়া হয় এই ফুল বাজার। মল্লিক ঘাট অর্থাৎ জগন্নাথ ঘাটের ফুল ব্যবসায়ীরাই এখানে ফুলের দোকান দিয়েছেন।
এদিন থেকেই এখানে মানুষ ফুল কিনতে পারছেন। তবে এখানকার কোল্ড স্টোরেজটি কিছুদিন পর চালু করা হবে। তার প্রসেস চলছে। এখানে যেমন ফুলের দোকান রয়েছে, তেমনই এখানে আসবেন ফুল চাষীরাও। এই ব্যাপারে মল্লিকঘাট জগন্নাথ ঘাটে ফুলবাজার পরিচালন সমিতিও সব রকমের সহায়তা করছে।
আরও পড়ুন – ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভোলা’ সিনেমার দ্বিতীয় পর্বের টিজার।
উল্লেখ্য, সোমবার,নেতাজি সুভাষের জন্মজয়ন্তীর দিন থেকেই হাওড়ায় খুলে গেলো অত্যাধুনিক মানের পাইকারি ফুল বাজার। গত শনিবার দুপুরে হাওড়া পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফুল বাজার খোলার ঘোষণা করেছিলেন পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, প্রাথমিকভাবে এখানে এখনও পর্যন্ত ৫৫টি স্টল চালু করা হয়েছে। তারমধ্যে ৪০ জন ফুুুল চাষী ও ১৫টি ভেন্ডারের স্টল রয়েছে।
গত বছর পুজোর আগে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম হাওড়ায় থ্রি ডি তারামন্ডলের উদ্বোধনের দিনই এই পাইকারি ফুল বাজারের উদ্বোধন করে গিয়েছিলেন। কিন্তু কিছু কাজ বাকি থাকার জন্য তখন এটি চালু করা যায়নি। সেই কাজ সম্পূর্ণ করেই ২৩ জানুয়ারি সোমবার সকালে আনুষ্ঠানিক গৃহপ্রবেশের মাধ্যমে খুলে দেওয়া হয় এই ফুল বাজার।
মল্লিক ঘাট অর্থাৎ জগন্নাথ ঘাটের ফুল ব্যবসায়ীরাই এখানে ফুলের দোকান দিয়েছেন। এদিন থেকেই এখানে মানুষ ফুল কিনতে পারছেন। তবে এখানকার কোল্ড স্টোরেজটি কিছুদিন পর চালু করা হবে। তার প্রসেস চলছে। এখানে যেমন ফুলের দোকান রয়েছে, তেমনই এখানে আসবেন ফুল চাষীরাও। এই ব্যাপারে মল্লিকঘাট জগন্নাথ ঘাটে ফুলবাজার পরিচালন সমিতিও সব রকমের সহায়তা করছে।