এ কদিনের ক্রিকেটের বাদশা ভারত। এই রকম ধারাবাহিকতা বহুদিন পরে দেখা গেল। বিশ্বকে চমকে দেবার মত পারফর্ম্যান্সের পর ভারত এখন পয়েন্ট তালিকার ১ নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত এই সম্মান লাভ করল। তিন মাচে ৩-০ তে ভারত পুরো কর্তৃত্ব নিয়ে জিতেছে। জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। রোহিত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নিলেন। তারাই জিতিয়ে দিলেন শেষ ম্যাচ। যে নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়ে ২-১ এ পাকিস্তানকে হারিয়ে ভারতে এসেছে তাদের এভাবে হোয়াট ওয়াশ করে সিরিজ জিতল। হোয়াইট ওয়াশ কে বাংলায় বলে ‘চুনকাম’ করা।
তাই ভারত করল নিউজিল্যান্ডকে। মঙ্গলবারের খেলায় ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছে শার্দুল ঠাকুর। ম্যান অব দ্য সিরিজ শুভমন গিল। তিন ম্যাচে ৩৬০ করে ও তিন শতক করে যে ধার, আবাহিকতা দেখিয়েছেন যা সবার নজর কেড়েছে। গত ৬ টি ম্যাচ একটানা জিতেছে রোহিতের টিম। নতুন পুরনো সকলেই খেলতে পেরেছে এবং ভাল পারফর্ম্যান্সের সঙ্গে দলকে স্থায়িত্ব দিয়েছে। বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া কুলচা সকলেই ভাল খেলেছেন। সূর্য কুমার যাদব একদিনের খেলায় সুবিধা করতে পারেননি। টি-২০ খেলোয়াড় হিসাবে রয়ে গেলেন। রোহিত শর্মার পুরষ্কার পেলেন। বহুদিন পর শতরান করলেন। এটি তার তিরিশতম শতরান। ৩৫ বছর বয়সে এখনও তার রিফ্লেকশন বহাল।
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
উল্লেখ্য, ভারত এখন একদিনের ক্রিকেটের কিং। এই রকম ধারাবাহিকতা বহুদিন পরে দেখা গেল। বিশ্বকে চমকে দেবার মত পারফর্ম্যান্সের পর ভারত এখন পয়েন্ট তালিকার ১ নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত এই সম্মান লাভ করল। তিন মাচে ৩-০ তে ভারত পুরো কর্তৃত্ব নিয়ে জিতেছে। জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। রোহিত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নিলেন। তারাই জিতিয়ে দিলেন শেষ ম্যাচ। যে নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়ে ২-১ এ পাকিস্তানকে হারিয়ে ভারতে এসেছে তাদের এভাবে হোয়াট ওয়াশ করে সিরিজ জিতল। হোয়াইট ওয়াশ কে বাংলায় বলে ‘চুনকাম’ করা। তাই ভারত করল নিউজিল্যান্ডকে। মঙ্গলবারের খেলায় ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছে শার্দুল ঠাকুর। ম্যান অব দ্য সিরিজ শুভমন গিল। ক্রিকেটের বাদশা