পর্যটন নির্ভর উত্তরবঙ্গে এবারে বিদ্যালয় স্তরে শুরু হলো পর্যটন পাঠ্যক্রম। সিবিএসসি বোর্ড -এর অনুমোদিত শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে এই পাঠ্যক্রম শুরু হতে চলেছে। জি-টোয়েন্টি কে সামনে রেখে দ্রুত পাঠ্যক্রম চালুর পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে বিদ্যালয়ের পর্যটন মুখি লাইব্রেরী। উত্তরের টিম্বার শিল্প তার উল্লেখ্যযোগ্যতা হারিয়েছে কয়েক বর্ষ আগেই।
উত্তরের চা -এর অবস্থারও বদল হয়েছে। বলা যেতে পারে বর্তমানে পর্যটন শিল্প নির্ভর উত্তরবঙ্গ। উত্তরের পর্যটন শিল্পকে কেন্দ্র করেই নতুন প্রজন্মের সামনে কর্মমুখী বিরাট সম্ভাবনা রয়েছে। সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই শিলিগুড়ি চার্চ রোডে অবস্থিত মডেলা কেয়ার টেকার সেন্টার ও স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুবাদের জন্য পর্যটনের পাঠ্যক্রম চালু হতে চলেছে।
ইতিমধ্যেই সিভিএসসি বোর্ডের অধিভুক্ত এই স্কুলটিতে পর্যটন পাঠ্যক্রম চালুর অনুমোদনও মিলেছে। চলতি শিক্ষা বর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এই পাঠ্যক্রম অন্তর্ভূক্ত হবে। পাশাপাশি নবম ও দশম শ্রেণীর পড়ুবাদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে পরিবেশ সচেতনতা ও পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে এই বিদ্যালয়ের প্রিন্সিপাল অভয়া বোস জাতীয় পর্যটন দিবসকে সামনে রেখে পাঠ্যক্রম চালুর বিষয়ে ঘোষণা করেন।
তিনি বলেন উত্তরবঙ্গ পর্যটন নির্ভর। জি-টোয়েন্টির ক্ষেত্রেও আন্তর্জাতিক দরবারে উত্তরবঙ্গের পর্যটনকে তুলে ধরা হচ্ছে। বর্তমানে পর্যটন শিল্প ঘিরে প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষত বর্তমান প্রেক্ষাপটে গোটা দেশে এই শিল্পকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময়তে নতুন প্রজন্ম এই শিল্পের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে উঠছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্তরে পর্যটন কেন্দ্রিক পাঠ্যক্রম চালু রয়েছে।
তবে আমরা মনে করছি বিদ্যালয় স্তর থেকেই তার প্রসার ঘটা প্রয়োজন। সেক্ষেত্রে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরাই পাঠ্যক্রম চালু করেছি। কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের যে কোন পড়ুয়ারা এই বিষয়টি নিয়ে পড়াশুনো করতে পারবে। সেক্ষেত্রে তাদের থিওড়ীর ভিত্তিতে ৬০ এবং প্র্যাকটিক্যালি ৪০ নম্বর থাকবে মূল্যায়নে। পাশাপাশি নবম দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে এ বিষয়টি নিয়ে পড়াশুনো করার সুযোগ থাকছে।
ছোট থেকেই পরিবেশ সচেতনতা এবং পর্যটন কেন্দ্রিক ভীত ছাত্র-ছাত্রীদের মধ্যে মজবুত করতে সচেতনতার আকারে ছোট সিলেবাস গড়ে এই বিষয়টি পড়ানো হবে। বিদ্যালয় পর্যটন বিষয়কে কেন্দ্র করে একটি গ্রন্থাগার থাকছে যেখানে এক হাজারের বেশি পুস্তক এবং ৫০০র বেশি অডিও ভিজুয়াল ডকুমেন্টরি ফিল্ম রয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে পর্যটন বিশেষজ্ঞ রাজ বাসুর পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের সেক্রেটারি সংযুক্তা বোস এবং বিভাগীয় শিক্ষক উপস্থিত ছিলেন।