জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রজাতন্ত্র দিবসের দিন মিস্টার সেনের বাড়িতে গিয়ে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীরা বিশ্বভারতীর বর্তমান অবস্থার কথা সবিস্তারে ব্যাখ্যা করেন অমর্ত্য বাবুর কাছে। অমর্ত্য সেন জানিয়েছেন , জমি বিতর্ক নিয়ে বিশ্বভারতী যে চিঠি তাকে পাঠিয়েছে তার জবাব তিনি আইনজীবী মারফত পাঠাবেন বিশ্বভারতী কে।
পাশাপাশি বিশ্বভারতীর বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যেভাবে দুধের উপর নিপিরণ চালিয়েছেন তার সমালোচনা করেন। কথা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন , দিল্লির কিছু মানুষ তাকে পছন্দ করেন না, আমি বিমর্ষ হয়ে পড়ছি , মানুষের চিন্তা ভাবনার কতটা অভাব তা উপাচার্যের আচার আচরণে প্রকাশ পাচ্ছে। এটা মনে করা কঠিন , এখানে সুবিচার হচ্ছে নাকি অবিচার হচ্ছে। অমর্ত্য সেন নাকি বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি কব্জা করে রেখেছে এমনই অভিযোগ তুলে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জমি ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে অমর্ত্য বাবু কে, সেই প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি আপনার বাড়িতে এসে বলে এটা আমার জমি, তাহলে আমরাও সবাই এরকম মনোভাবের প্রকাশ করতে পারি।
আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই
আমিওতো উপাচার্যের বাড়িতে যেতে পারতাম , বলতাম এই ঘর আমার, কারণ ওখানে আমার পিতামহ থাকতেন। কিছু লোককে আনিয়ে জমি মাপতে চাই , কার কোন অংশ দেখার জন্য। কিন্তু আমি সেটা করবো না বা এরকম বলবো না। উুনি যে ব্যবহার করেন সে ব্যবহার অন্য কেউ করে না। তবে উকিলের চিঠি একবার গেছে প্রয়োজনে আরো একবার যাবে।
উল্লেখ্য, জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রজাতন্ত্র দিবসের দিন মিস্টার সেনের বাড়িতে গিয়ে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীরা বিশ্বভারতীর বর্তমান অবস্থার কথা সবিস্তারে ব্যাখ্যা করেন অমর্ত্য বাবুর কাছে। অমর্ত্য সেন জানিয়েছেন , জমি বিতর্ক নিয়ে বিশ্বভারতী যে চিঠি তাকে পাঠিয়েছে তার জবাব তিনি আইনজীবী মারফত পাঠাবেন বিশ্বভারতী কে। জমি বিতর্কে



















