সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী শিল্পপতি বাইরন বিশ্বাস

সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী শিল্পপতি বাইরন বিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী শিল্পপতি বাইরন বিশ্বাস।  মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী ওটু হাসপাতালের কর্ণধার সামসেরগঞ্জের ভূমিপুত্র বাইরন বিশ্বাস। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের নাম ঘোষণা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী।

 

প্রসঙ্গত,২৭শে ফেব্রুয়ারি রাজ্যের একমাত্র বিধানসভার উপনির্বাচন মুর্শিদাবাদে সাগরদিঘিতে।২৯ ডিসেম্বর সাগরদিঘী বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণে বিধানসভার আসনটি খালি হয়। অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি এ রাজ্যের মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচন ও ঘোষণা করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সাগরদিঘী বিধানসভায় শাসক দল তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূল প্রার্থী করেছে সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় কে।

 

ইতিমধ্যেই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়েছে সাগরদীঘিতে। জাতীয় কংগ্রেসের ও সিপিএমের প্রার্থী কারা হচ্ছেন সেই নিয়েই ছিল জোর জল্পনা। অবশেষে সেই জল্পনায় জল ঢালল জেলা কংগ্রেস। ঘোষণা করা হলো সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম।
সামশেরগঞ্জের ধুলিয়ানের বাসিন্দা তরুণ তুর্কি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী বাইরন বিশ্বাসের নাম।

 

নাম ঘোষণা হতেই কংগ্রেস নেতৃত্বে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচারে নেমে পড়েছে।জানা গিয়েছে, সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বামেরা। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারে ইতিমধ্যেই সেই ঘোষণা ও দেখা গিয়েছে। সিপিএম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস এমনই প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই

যদিও সিপিএম নেতৃত্ব একাংশ জানিয়েছে, সাগরদীঘিতে প্রার্থী দিচ্ছে না তারা। সেখানে জাতীয় কংগ্রেস প্রার্থী কে এই সমর্থন করা হবে বলে জানিয়েছে। নাম ঘোষণা পরেই জয়ের ব্যাপারে একশো শতাংশই আসা বাদী বিশিষ্ট ওই তরুণ তুর্কি শিল্পপতি কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

 

বাইরন বাবু বলেন ,জাতীয় কংগ্রেস সাগরদিঘী বিধানসভায় মানুষদের পাসে দাড়াতে সুখ দুঃখ ভাগ করে নিতে আমাকে প্রার্থী করেছে আমি চাই সাগরদিঘির মানুষদের পাশে থেকে তাদের সব রকম অভাব অভিযোগ পূরন করতে। তাই আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন সাগরদিঘি ভোটাদের প্রতি আবেদন করলেন তিনি।যদি বা কংগ্রেসকে কোন রকম গুরুত্ব দিতে নারাজ তৃনমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top