“মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী

“মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

“মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী। পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অবশেষে অনুষ্ঠিত হল পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি।সেখানে ২০ লক্ষ প্রশ্ন জমা পড়েছে।এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকেই প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী।এতে পড়ুয়ারা ভীষন ভাবে উৎসাহিত হয়েছেন।এর পাশাপাশি গোটা দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর ভালো জন সংযোগ স্থাপন হয়েছে।প্রধানমন্ত্রী পড়ুয়াদের উত্তরে বলেন,বাড়িতে মায়ের কাজ দেখে শিক্ষা নাও।

 

কেননা বাড়িতে সব থেকে বেশি কাজ করেন মায়েরা।যেভাবে মায়েরা সময়ের হিসাব করে সমস্ত কাজ করেন, তা দেখে শেখা উচিত সমস্ত পড়ুয়ার। মায়েরা কখনও ক্লান্ত হন না। যদি একটুও অবসর পান, তাতেও অন্য কোনও কাজ নিয়ে বসে পড়েন। মায়েদের কাজ থেকেই সময়ের মাইক্রো ম্যানেজমেন্ট শেখা উচিত।পড়ুয়াদের সময়ের সঠিক ব্যবহারের কথা মনে করান প্রধানমন্ত্রী।তিনি আরও প্রশ্নের জবাবে বলেন,
কাজ নিয়ে ভাবলেই বরং ক্লান্তি আসবে।

 

তার চেয়ে আগে থেকে বেশি না ভেবে, দ্রুত বরং কাজটা করা শুরু করো। পড়তে বসে কোন বিষয় কতক্ষণ ধরে পড়বে, তা সময় অনুযায়ী ভাগ করে নিতে হবে। দিনের পড়া শুরু করে শুধুমাত্র পছন্দের বিষয়েই সম্পূর্ণ বা বেশি সময় খরচ করলে চলবে না। পড়তে বসে এটা না করে, প্রথমে বরং অপছন্দের বা কঠিন বিষয়টাই শুরু করো। হয়তো আধ ঘণ্টার জন্য সেটা পড়লে। তারপর পছন্দের বিষয়ের জন্য ২০ মিনিট বরাদ্দ করো। এভাবে পড়লে সব সাবজেক্টই পড়া হয়ে যাবে।

আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই

প্রধানমন্ত্রী পড়ুয়াদের বলেছেন, আগে নিজের ক্ষমতা বুঝে নিতে হবে তার পর সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। মাঝারি মানের পড়ুয়ারা কীভাবে ভাল পরীক্ষা দেবেন, সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এক ছাত্রীকে বলেন– প্রথমেই তোমাকে অভিনন্দন জানাই এই জন্য যে, তুমি বোঝো, তুমি মাঝারি মানের পড়ুয়া। অধিকাংশ মানুষই সাধারণ মানের হন। অসাধারণ মানুষ খুব কমই হন। তবে সাধারণ মানুষও সাধারণ কাজ করে অসামান্য হয়ে উঠতে পারেন। দেশের বিশিষ্ট ব্যক্তিদর উদাহরণ দেখলেই তা বোঝা যায়। তবে এজন্য সবার আগে নিজেদের ক্ষমতা বোঝা প্রয়োজন। তারপর নিজের সামর্থ্য় অনুযায়ীই কাজ করা উচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top