গ্রামীণ মানুষের ব্যাংকিং পরিষেবা রুখে দিয়ে সবকা বিকাশের ভাওতাবাজির স্বপ্ন দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে গ্রামে গ্রাম সভা করে গ্রামীণ মানুষকে কেন্দ্রের ব্যাংকিং পরিষেবা বেসরকারীকরণ উদ্দেশ্যে সাধারনের সঙ্গে দ্বিচারিতার বিষয়ে সজাগ করবে রাষ্ট্রায়ত্ত। ব্যাংকের কর্মীরা। শিলিগুড়িতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে কেন্দ্রের ভূমিকা বিরুদ্ধে সরব হন আধিকারিকেরা।
শনিবার শিলিগুড়ির একটি বেসরকারি ভবনে ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের এর ইফতার ইন্ডিয়া ব্রাঞ্চের তরফে একটি সম্মেলন ডাকা হয়। কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণ সহ কর্মী ও আম সাধারণের স্বার্থবিরুদ্ধ পরিকল্পনার বিপক্ষে আন্দোলনের রূপরেখা প্রস্তুত করেন তারা। সংগঠনের সম্পাদক সঞ্জয় দাস বলেন বর্তমানে কেন্দ্রীয় সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া রুখে দিয়েছে। বেসরকারিকরণের লক্ষ্যে হাঁটছে যা আম সাধারণের ক্ষেত্রে ভয়ংকর হয়ে উঠবে। ব্যাংক কর্মীদের পেনশন স্টক মার্কেটে লাগাচ্ছে কেন্দ্র।
এতে নতুন পেনশন স্কিমের আয়তায় ব্যাংক কর্মীদের চাকরি শেষে বার্ধক্যকালীন সময়তে নিজের সঞ্চিত পুঁজি, অনিশ্চয়তার মুখে পড়ে থাকছে। তাদের দাবি পুরনো পেনশন স্কিম ফেরাতে হবে। একই সঙ্গে তারা জানান রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি গ্রামীণ ক্ষেত্রে আর কোন নতুন শাখা খুলছে না। কেন্দ্রীয় সরকার সাবকা সাথ সাবকা বিকাশের কথা আওরে চলছে। অথচ যদি গ্রামীন এলাকার মানুষকে ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত করে বলা কথার উল্টো কাজ করছেন তারা।
আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে
গ্রামীন এলাকায় ব্যাংকের শাখা না খোলায় গ্রামীণ মানুষ দিনের পর দিন ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রকে ভোটের চোট দিতে গ্রামে গ্রামে গ্রাম সভা করে গ্রামীণ মানুষকে কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সজাগ করবেন ব্যাংক কর্মীরা। সংগঠনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি গ্রামে গ্রাম সভা করা হয়েছে। উত্তরবঙ্গে কুচবিহার ও জলপাইগুড়ি জেলায় গ্রাম সভা করা হবে। গ্রামীণ মানুষের