ঝাড়গ্রাম পেপার মিলের আবর্জনার স্তূপে আগুন। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনী এলাকায় পেপার মিলের আবর্জনার স্তূপে রবিবার রাত্রি দশটা নাগাদ আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। পেপার মিলের আবর্জনার স্তূপে আগুন লেগে যাওয়ার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যার ফলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন, তাদের মধ্যে প্রায় ৬০ বছর বয়সী উর্মিলা কর্মকারকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের সভাপতি মিতুন রায় সহ এলাকার বাসিন্দারা । ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ভোর পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন এর চেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসে। সোমবার সকালে ফের আগুন জ্বলে ওঠে, আবার ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। যার ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা । সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ফের ওই এলাকায় আগুন জ্বলে ওঠে। যার ফলে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা
খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ফের আগুন নেভানোর কাজ শুরু করেছে। স্থানীয় কাউন্সিলর গৌতম মাহাতো দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে তদারকি করছেন। তিনি ওই এলাকার মানুষ এর স্বার্থে ওই এলাকার মানুষের পাশে রয়েছেন বলে জানান। তবে কি কারনে পেপার মিলের আবর্জনার স্তুপে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি। পুলিশ ও দমকল পৃথকভাবে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেভাবে পেপার মিলের আবর্জনার স্তূপে দফায় দফায় আগুন জ্বলে উঠছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনী এলাকার বাসিন্দারা।