ভর সন্ধ্যায় লুটপাট এক বৃদ্ধার ফ্ল্যাটে, বৃদ্ধাকে মেরে চুরির অভিযোগ, অভিযোগ সন্ধ্যায় এক বৃদ্ধার ফ্ল্যাটে জোর করে ঢুকে মাথায় হাতুড়ি মেরে লুটপাট করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা , দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পরিবারের তরফ থেকে , ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা অন্তর্গত জোড়া মন্দির এলাকায়। বৃদ্ধার মাথায় হাতুড়ি দিয়ে মারা হয়। আহত বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। যদিও এখনো অধরা দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
গতকাল সন্ধ্যায় বাগুইআটির জোড়া মন্দির এলাকার প্রান্তিক এপার্টমেন্ট এর চতুর্থ তলায় বৃদ্ধা রাধা আগরওয়াল এর ফ্ল্যাটে কলিং বেল দেওয়া হয়। ওই বৃদ্ধা দরজা খুললে তাকে ধাক্কা মেরে জোর করে ঘরের ভেতর ঢুকে যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এরপর হাতুড়ি দিয়ে ওই বৃদ্ধাকে পর পর বেশ কয়েকটি মাথায় আঘাত করা হয়। ওই মহিলা আঘাতপ্রাপ্ত হয়ে নিচে পড়ে গেলে ওই বৃদ্ধার কাছে থাকা সোনার বালা, আংটি ও গলার সোনার হার সহ আলমারি ভেঙে ৮ ভরি সোনার গহনা, আনুমানিক ৩০টি রুপোর কয়েন, নগদ আনুমানিক ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতি এমনটাই জানা গিয়েছে পরিবারের তরফ থেকে । এরপর মহিলার জ্ঞান ফিরলে তিনি প্রতিবেশীর কাছে সাহায্যের জন্য ছুটে যায়। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা মহিলাকে লেকটাউনের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয় , তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। এরপর ওই বৃদ্ধা তার মেয়ের চিড়িয়া মোড়ের বাড়িতে ফিরে যান । ওই মহিলার অবস্থা এখন স্থিতিশীল হলেও তিনি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে । এপার্টমেন্ট এ এরকম ধরণের ঘটনা ঘটতে রীতিমতো আতংকে রয়েছেন ওই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ থাকলেও দুষ্কৃতীকে এখনো নাগালে পাইনি পুলিশ। এই ঘটনায় পরিবারের তরফ থেকে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হলেও এখনো দুষ্কৃতী অধরা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
আরও পড়ুন- বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা তৃণমূল নেত্রীর
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )