পঞ্চায়েত ভোটের আগে বোমা ফেটে ফের রক্তাক্ত শৈশব

পঞ্চায়েত ভোটের আগে বোমা ফেটে ফের রক্তাক্ত শৈশব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েত ভোটের আগে বোমা ফেটে ফের রক্তাক্ত শৈশব, এবার রায়গঞ্জে ৩ শিশু আহত,রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ৩ ছাত্র আহত। নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত।পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের রক্তাক্ত শৈশব। বোমা ফেটে একসঙ্গে জখম ৩ শিশু। রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ৩ ছাত্র আহত। নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত।

 

 

এর আগেও জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা। দিনকয়েক আগে মুর্শিদাবাদের ( Murshidabad ) লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।

 

 

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। এমনকি পাল্টে যায় চোখের আকৃতিও।

 

আরও পড়ুন – মিলল না জামিন, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নওশাদ

 

চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। এর আগে ১৭ নভেম্বর, টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top