নতুন বাড়ির সামনে জল জমে, মেয়রকে চিঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ের l বর্ষা এলেই নতুন বাড়ির সামনে জমে জল। মেয়রকে চিঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ষা আসুক বা না আসুক একটু বৃষ্টিতেই বাড়ির সামনে হাঁটুজল। এটাই বাস্তব সমস্যা কলকাতা পুরসভার মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ এলাকার। বেশি বৃষ্টি হলে কথাই নেই। ভোগান্তির শেষ থাকে না। এই সমস্যার নিয়ে এবার ক্রিকেট দলের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় চিঠি দিলেন মেয়র ফিরহাদ হাকিমকে।
পার্ক স্ট্রিট সংলগ্ন ক্যামাক স্ট্রিটে তো জল জমেই। এ বার লোয়ার রাউডন স্ট্রিটে সৌরভের বাড়ির সামনের রাস্তায় বর্ষার জমা জল নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই বর্ষা আসবে বাংলায়। নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তার আগে জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ।
কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ৮/১ এ, লোয়ার রডন স্ট্রিটে গত বছর মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। জানুয়ারি মাসে তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। কলকাতা পুরসভার সূত্র জানাচ্ছে চিঠিতে সৌরভ লিখেছেন, বাড়িটিতে তিনি আগামিদিনে বসবাস করবেন। তার জন্য সেখানে পরিকল্পনামাফিক কিছু নির্মাণ শীঘ্রই শুরু হবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে আবেদনও জানাবেন।
বাড়ি নেওয়ার পর মিউটেশন-সহ পুরসভার কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তিনি জানতে পেরেছেন ওই রাস্তা-সহ সংলগ্ন গোটা চত্বরে বৃষ্টি হলেই জল জমে। যা ওই অঞ্চলের বাড়িগুলির ক্ষতি করছে। সেই জমা জলের সমস্যা সমাধান করতে কলকাতা পুরসভা যেন শীঘ্রই পদক্ষেপ নেয়, তাই মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন – অরবিন্দ কেজরীবাল সরকারের আবগারি নীতি নিয়ে উত্তাল রাজধানী।
পৌসৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠি মেয়রের দফতরে আসার পরই তৎপরতা শুরু হয়েছে নিকাশি বিভাগে। রসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও সূত্রের খবর। কয়েক দিনের মধ্যেই সৌরভের বাড়ি-সহ এলাকা পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা। তার পরই প্রয়োজনীয় পরিকল্পনামাফিক কাজ হবে বলে পুরসভা সূত্রে খবর।