সজনে পাতা কোন উপায়ে ব্যবহার করলে পাবেন ঘন চুল, রইল টিপস l অনেকেই বুঝতে পারেন না, যে এই সজনে পাতাকে কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি এই চারটি উপায় ব্যবহার করে দেখতে পারেন l
শীত যাওয়ার সময় বাজারে সজনে ফুল পাওয়া যায়। এই সজনে ফুল, ডাঁটা যেমন স্বাস্থ্যের জন্য উপযোগী, তেমনই সজনে পাতা ত্বক ও চুলের জন্য উপকারী। সজনে পাতার মধ্যে ভিটামিন এ, সি এবং ই ভরপুর পরিমাণে রয়েছে। ত্বকের ক্ষেত্রে সজনে পাতা ত্বককে হাইড্রেট রাখে। সজনে পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। অন্যদিকে, চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে সজনে পাতা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, যে এই সজনে পাতাকে কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি এই চারটি উপায় ব্যবহার করে দেখতে পারেন।
সজনে পাতা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। এছাড়া সজনে পাতার গুঁড়োও বাজারে পাওয়া যায়। এক চামচ সজনে পাতার গুঁড়ো নিন। এতে ১ চামচ আমলকির গুঁড়ো মিশিয়ে নিন। এবার এতে টক দই মিশিয়ে দিন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্পকে যে কোনও ধরনের সংক্রমণ, প্রদাহ কমাতে সাহায্য করে। চুলকানি, খুশকি, চুল পড়ার সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে।
সজনে পাতাকে রূপচর্চায় যোগ করার অন্যতম সহজ উপায় হল মোরিঙ্গা বীজের ফেসিয়াল অয়েল ব্যবহার করা। মোরিঙ্গা ফেসিয়াল অয়েল আপনি ত্বকে লাগাতে পারেন। অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে এই ফেসিয়াল অয়েল মিশিয়ে আপনি চুলে ও ত্বকে মালিশ করতে পারেন। এতে এগজিমার ঝুঁকি কমে যাবে। ঠোঁটের উপর এই মোরিঙ্গা ফেসিয়াল অয়েল লাগালে শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা দূর হয়ে যাবে।
আরও পড়ুন – এক্সাইড মোড়ে জ্বলন্ত টায়ারের শোরুমে বিধ্বংসী আগুন
সজনে পাতা ও মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সমপরিমাণ সজনে পাতার গুঁড়ো ও মুলতানি মাটি নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক এক্সফোলিয়েট করার জন্য বডি স্ক্রাব বানিয়ে নিন। ১ চামচ সজনে পাতার গুঁড়ো নিন। এতে ১ চামচ ওটমিল এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে মুখ, হাত, পায়ে স্ক্রাব করুন। এই স্ক্রাব চামড়া থেকে মৃত কোষ দূর করে দেবে এবং আপনাকে নরম ত্বক এনে দেবে। সংবেদনশীল ত্বকের জন্যও দারুণ উপকারী এই বডি স্ক্রাব।