আদালতে হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা,পার্থ কি বললেন ?

আদালতে হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা,পার্থ কি বললেন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আদালতে হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা,পার্থ কি বললেন ? নিজের শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে হাউহাউ কেঁদে ফেলেন অর্পিতা (Arpita mukhopadhay)। তাঁর আইনজীবী জানান, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে তাঁর মক্কেলের। এর পরেই অর্পিতা দাবি করেন, তিনি নির্দোষ।

শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়  এবং অর্পিতা মুখোপাধ্যায়র। অভিযোগ, টাকা নিয়ে ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিনি। গত বছর ২২ জুলাই পার্থের নাকতলার বাড়িতে হাজির হয় ইডি। তাঁকে সারা দিন জেরা করা হয়। একই সময় তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। নগদ প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি। তার পরেই ২৩ জুলাই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। পরে নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ এবং অর্পিতাকে হেফাজতে নেয় সিবিআই। সেই থেকে তাঁরা জেলে বন্দি রয়েছেন ।

 

 

 

কলকাতা আবারও আদালতে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। নিজের শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে হাউহাউ কেঁদে ফেলেন তিনি। অর্পিতা মুখোপাধ্যায়র আইনজীবী জানান, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে অর্পিতার। এর পরেই অর্পিতা দাবি করেন, তিনি নির্দোষ। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘মানসিক ভাবে নির্যাতিত’ বোধ করছেন তিনি।

মঙ্গলবার অর্থাৎ আজ ব্যাঙ্কশাল আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chattopadhay) এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা  মুখোপাধ্যায়র জামিনের শুনানি ছিল। দু’জনেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির হয়েছিলেন। সেখানেই অসুস্থতার কথা জানিয়ে কেঁদে ফেলেন অর্পিতা। তাঁর আইনজীবী বলেন, ‘‘অর্পিতার স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। পেটে ব্যথা হচ্ছে। জেলে ওঁকে শুধু পেনকিলার দেওয়া হচ্ছে। ওঁর চিকিৎসার প্রয়োজন।’’

 

 

 

 

পার্থও দাবি করেন যে, তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘‘আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। মানসিক ভাবে নির্যাতিত বোধ করছি।’’

 

আরও পড়ুন –  ফরাক্কায় আদানি বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

 

অর্পিতা এও দাবি করেন যে, তিনি ‘ষড়যন্ত্র’-এর শিকার হচ্ছেন। তাঁর কথায়, ‘‘আমি জানি, আমি নির্দোষ। আমি রাজনীতি করি না। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।’’ এর পরেই জোরে কেঁদে ওঠেন অর্পিতা।

 

(সব খবর, ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top