হরিদেবপুরের ফ্ল্যাটে যুবকের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট l বন্ধ ফ্ল্যাটের দরজা, বাইরে থেকে স্ত্রী হাজার ডাকাডাকি করে সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। হরিদেবপুরের ওই বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশের চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায়, সিলিং থেকে ঝুলছেন এক যুবক আর মাটিতে পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ (Haridevpur Death)।
বৃহস্পতিবার অর্থাৎ আজ হরিদেবপুরের চাঁদার ভিলেজের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রবীন্দ্র কুমার চৌরাসিয়া। জানা গেছে, রবীন্দ্রর স্ত্রী ও দুই সন্তান বেহালাতে থাকেন। এদিকে হরিদেবপুরে একটি ফ্ল্যাট ছিল রবীন্দ্রর।
রবীন্দ্রর স্ত্রীর অভিযোগ, এদিন সকাল থেকেই স্বামীর নম্বরে ফোন করে পাননি। তাই গাড়ি ভাড়া করে চলে আসেন হরিদেবপুরে। সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ফ্ল্যাটের হদিশ পান তিনি। সেই ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ।
তারপরই শুরু হয় ডাকাডাকি। কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায় খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বন্ধ ঘর থেকে একটি হিন্দিতে লেখা সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে রবীন্দ্র তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন সাগুত্তা পারভিনকে। কিন্তু কে এই সাগুত্তা? পুলিশের প্রাথমিক অনুমান, মৃত মহিলার নামই সাগুত্তা।
আরও পড়ুন – নবনির্মিত গরফা সেতুতে হঠাৎ থামল মুখ্যমন্ত্রীর গাড়ি কিন্তু কেন ?
পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই দু’জনের মৃত্যু হল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েন থেকেই এই মৃত্যু হতে পারে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে facebook পেজ এবং youtube )