তৃণমূলের ব্লক সভাপতির জামার কলার ধরে হেনস্থা উপপ্রধানের, পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই আঁচ বাড়ছে জেলার রাজনৈতিক মহলে। খানাকুলের তৃণমুল ব্লক সভাপতির জামার কলার ধরে তাঁকে গালিগালাজ ও হেনস্থা ( TMC Block President Harassments ) করছে তৃণমুলেরই পঞ্চায়েত উপপ্রধান। ভিডিও ভাইরাল ( Viral Video ) হতেই তুমুল অস্বস্তি তৃণমুলে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে ভাগ বাঁটোয়ারা নিয়ে এই গন্ডগোল ততই বাড়বে।খানাকুল-২ ব্লক তৃণমূল সভাপতি অনুপ মাইতির জামার কলার ধরে তাঁকে হেনস্থা করছেন তৃণমুলেরই নতিবপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখ নুর আলম। অকথ্য ভাষায় গালিগালাজও করছেন। বৃহস্পতিবার এই ভিডিও ভাইরাল হতেই আলোড়ন পরে এলাকায়।
ঘটনার সত্যতা স্বীকার করে খানাকুল ২ ব্লক তৃণমুল সভাপতি অনুপ মাইতি জানান, কয়েকদিন আগে তাঁদের দলের এক কর্মীকে মারধর করে খানাকুলের নতিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ নুর আলম। সেই কর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি। অনুপবাবু বলেন, “ফেরার সময় উপপ্রধান আমার রাস্তা আটকায়। কেন তার এলাকায় এসেছি সেই জবাব চায়। আমার জামার কলার ধরে টানাটানি করে চরম হেনস্থা করে। আমি বলি দল আমাকে দায়িত্ব দিয়েছে। দলের নির্দেশেই আক্রান্ত কর্মীর বাড়ি গিয়েছিলাম। কিন্তু সে মানতে চায়নি।” বিষয়টা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন অনুপবাবু।
আরও পড়ুন – চাকরিটা খুব দরকার বলছেন মেধাবী ছাত্রীর মা ,চাকরির পরীক্ষায় রীতিমতো তাক লাগিয়েছেন…
তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান চড়াও হয়েছেন দলের ব্লক সভাপতির উপর, এই ছবি সামনে আসতেই হাতে অস্ত্র পেয়েছেন বিরোধীরা। যদিও দলের ব্লক সভাপতিকে হেনস্থার বিষয়টি সামনে আসতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই উপপ্রধান।খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততই বাড়বে। এখানে আদর্শ নিয়ে কোনও মতান্তর নেই। পুরোটাই টাকা পয়সার ভাগ নিয়ে বিবাদ। এলাকা যার দখলে থাকবে টাকাও তার।”
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )