নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ১৭ই নভেম্বর : লালগোলা শিয়ালদহ ডাউন ট্রেনে আগুন। নদিয়ার ধুবুলিয়া স্টেশন এ। আগুন আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের। ট্রেনের মহিলা কামরায় ও ভেন্ডার কামরায় প্রথম আগুন দেখতে পান যাত্রীরা। সকাল ১২ টা নাগাদ এই ঘটনায় যাত্রীরা চেন টেনে গাড়ি থামান নদিয়ার ধুবুলিয়া স্টেশন ঢোকার আগে শান্তিনগর এলাকায়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নামেন বলে যাত্রীদের সূত্রের খবর। এই ঘটনায় প্রায় এক ঘন্টা লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ১ টা বেজে ৫ মিনিটে ট্রেন টি ধুবুলিয়া থেকে ছেড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কিছুই জানান নি রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় আবার ও রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই ট্রেনের যাত্রী ছাত্র উৎপল মন্ডল বলেন সাধারণ মানুষের নিরাপত্তা র কোনো খেয়াল ই রাখেনা রেল কর্তৃপক্ষ।
লালগোলা – শিয়ালদহ ডাউন ট্রেনে আগুন
লালগোলা – শিয়ালদহ ডাউন ট্রেনে আগুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram