Vi-এর খরচে ব্যাপক হারে গ্রাহক সংখ্যা বাড়াল Jio ও এয়ারটেল. Reliance Jio এবং Airtel সম্প্রতি রেকর্ড সংখ্যক হারে গ্রাহক বাড়িয়েছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্রতিযোগী টেলকো Vodafone Idea-র খরচে বিপুল সংখ্যক গ্রাহকদের নিজেদের ক্লাবের সদস্য করেছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল। তার কারণ ভোডাফোন আইডিয়া বা Vi এই মুহূ্র্তে আর্থিক সঙ্কটে ব্যাপক ভাবে ধুঁকছে। পাশাপাশি Vodafone Idea-ই একমাত্র সংস্থা যারা এখনও পর্যন্ত দেশে 5G রোল আউট করতে পারেনি। তাই তাদের গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে এবং সেই ইউজাররাই নাম Jio-Airtel ক্লাবের সদস্য হচ্ছেন। TRAI ডেটা অনুযায়ী, Jio এবং Airtel-এর মতো দেশের জনপ্রিয় দুই বেসরকারি টেলকো গত ডিসেম্বরে 1.7 মিলিয়ন এবং 1.52 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ করেছে। সেই জায়গায় ভোডাফোন আইডিয়া অপেক্ষাকৃত হারে সদস্য-সংখ্যা হারিয়েছে।
TRAI ডেটা অনুযায়ী, চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার দেশের ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা কমল। নভেম্বরে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা যেখানে 1.143 বিলিয়ন ছিল, সেটাই ডিসেম্বরে এসে হল 1.142 বিলিয়ন। ট্রাই রিপোর্ট থেকে আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা সবথেকে বেশি কমেছে দেশের গ্রামাঞ্চলে। একমাস আগে গ্রামীণ ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা যেখানে 516.45 মিলিয়ন ছিল, ডিসেম্বরে তা-ই আবার 515.89 হয়ে গেল। অন্য দিকে শহরাঞ্চলের ওয়্যারলেস সাবস্ক্রিপশন নভেম্বরের 627.03 থেকে কমে ডিসেম্বরে 626.6 মিলিয়ন হয়ে যায়।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর সাম্প্রতিকতম সাবস্ক্রাইবার ডেটা অনুযায়ী, 2022 সালের ডিসেম্বর মাসে 2.47 মিলিয়ন ইউজার হারিয়েছে Vi বা ভোডাফোন আইডিয়া। অন্য দিকে বিরাট সংখ্যক গ্রাহকদের সদস্য করার পর Jio এবং Airtel-এর সামগ্রিক ইউজারবেস এখন 424.51 মিলিয়ন এবং 367.60 মিলিয়নে এসে দাঁড়িয়েছে।
TRAI ডেটা বলছে, ওয়্যারলেস কাস্টমার সংখ্যার দিক থেকে গত ডিসেম্বরে Jio এবং Airtel দুই সংস্থারই মার্কেট শেয়ার বেড়ে 37.14% (36.99%) এবং 32.16% (32.03%) হয়েছে যথাক্রমে। সেই জায়গায় Vodafone Idea-র শেয়ার সামান্য কমে 21.11% (21.33%) হয়েছে। এখন এই TRAI ডেটা পরিষ্কার করে দিল যে, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও উভয়ই গ্রামীণ ভারতে গ্রাহকদের যোগ করেছে, সেখানে Vi একটি উল্লেখযোগ্য অংশ হারিয়েছে। Airtel এবং Jio এই ভৌগলিক অঞ্চলে যথাক্রমে 0.85 মিলিয়ন এবং 0.54 মিলিয়ন গ্রাহক যোগ করেছে, যেখানে Vi 1.6 মিলিয়ন গ্রাহক হারিয়েছে।
আরও পড়ুন – মত্ত অবস্থায় তরুণীকে ব্যাট দিয়ে আঘাত! অভিযোগ পৃথ্বীর বিরুদ্ধে।
এদিকে আবার ল্যান্ডলাইন পরিষেবার নিরিখে Reliance Jio তাদের ক্লাবে 0.29 মিলিয়ন নতুন গ্রাহককে যোগ করেছে। ফলে, মুম্বইয়ের টেলকোটির ল্যান্ডলাইন বেস 8.4 মিলিয়ন হয়েছে এবং তাতে সংস্থাটি এই সেগমেন্টে নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে। এর আগে ল্যান্ডলাইন মার্কেটে নেতৃত্বস্থানীয় অবস্থায় ছিল BSNL। সরকারি টেলিকম সংস্থাটি গত ডিসেম্বরে 13,189 নতুন গ্রাহক যোগ করার পরে তাদের ইউজার বেস 7.1 মিলিয়ন হয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে Airtel, যারা ডিসেম্বরে 0.14 মিলিয়ন গ্রাহক যোগ করেছে। তার ফলে ডিসেম্বরের শেষে সংস্থাটি মোট ল্যান্ডলাইন গ্রাহক-সংখ্যা 6.7 মিলিয়ন।