নিজস্ব সংবাদদাতা,শক্তিপুর, ১৯শে নভেম্বর :বৌদির সাথে অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মুর্শিদাবাদের শক্তিপুরের ঘটনা।
শক্তিপুরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শশুর বাড়ির বিরুদ্ধে। মৃতের নাম মোমো হালদার(৩০)। অভিযোগ মৃতের শশুড়- শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক। জানা যায়, ১২ বছর আগে মোমো হালদারের সঙ্গে পেশায় ঠিকেদার সাকি গোপাল হালদারের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে । বিয়ের পর থেকেই স্বামী সঙ্গে তার বৌদির অবৈধ্য সম্পর্ক সন্দেহে বচসা বাধত মোমো হালদার ও সাকি গোপাল হালদারের। গৃহবধূর পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার এই সম্পর্কের কারনে মোমো হালদার গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী সাকি গোপাল হালদার, শশুড় তুসার হালদার ও শাশুড়ি বলে অভিযোগ । স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করে, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হলে শনিবার মোমো হালদারেরর মৃত্য হয়। ঘটনার পর থেকেই অভিজুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায়, রবিবার সন্ধা নাগাদ স্থানীয়রা মোমোর মৃতদেহ এলাকায় নিয়ে আসে। সোমবার শক্তিপুর থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বৌদির সাথে অবৈধ সম্পর্ক স্বামীর,প্রতিবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ
বৌদির সাথে অবৈধ সম্পর্ক স্বামীর,প্রতিবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram