চ্যানেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে দেশের বেশ কয়েকটি কেবল সংস্থা। চ্যানেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে দেশের বেশ কয়েকটি কেবল সংস্থা। এ বার একাধিক ব্রডকাস্টিং সংস্থা সেই সব কেবলে নিজেদের চ্যানেলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিল। তাদের মধ্যে রয়েছে— ডিসনি স্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ়েস এবং সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। যার জেরে বহু কেবল গ্রাহক বেশ কয়েকটি খেলা ও বিনোদনের চ্যানেল (channel) দেখতে পারছেন না।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি (February) থেকে চ্যানেলের নয়া দাম কার্যকর হয়েছে। বেশ কিছু চ্যানেলের দাম ১০-১৫ শতাংশ বেড়ে গিয়েছে। তারই বিরোধিতা করছে কেবল সংস্থাগুলি। বিষয়টি আদালতেও গড়িয়েছে।
আরও পড়ুন – বিবেক ওবেরয়কে দেখে অনুপ্রাণিত, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার গ্যাংস্টার হতে চাওয়া কিশোর
সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই শুল্ক বাড়ানোর ব্রডকাস্টিং সংস্থাগুলি তাদের চ্যানেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারই বিরোধিতা করছে কিছু মাল্টি-সিস্টেম অপারেটর (এমএসও) (MSO) এবং স্থানীয় কেবল অপারেটররা। সেই তালিকায় রয়েছে— জিটিপিএল, কেসিবিপিএল। তাদের বক্তব্য, এ ভাবে চ্যানেলের দাম বাড়ানো হলে তাদের গ্রাহক কমে যাবে। তাদের দাবি, এমনিতেই জিও, এয়ারটেলের মতো সংস্থা তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ব্রডব্যান্ড লাইনের সঙ্গে টিভির লাইনও জুড়ে দিচ্ছে। মোটের উপর খরচ কমে যাওয়ায় সেই কারণে এখন অনেক বাড়িই কেবল সংযোগ বন্ধ করে দিচ্ছে।চ্যানেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে দেশের বেশ কয়েকটি কেবল সংস্থা। চ্যানেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে দেশের বেশ কয়েকটি কেবল সংস্থা
(সব খবর,ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )