বিষ্ণুপুরে শুটআউট !তৃণমূলনেতা তথা বুথ সভাপতিকে ভরসন্ধেয় গুলি করে খুন

বিষ্ণুপুরে শুটআউট !তৃণমূলনেতা তথা বুথ সভাপতিকে ভরসন্ধেয় গুলি করে খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিষ্ণুপুরে শুটআউট !তৃণমূলনেতা তথা বুথ সভাপতিকে ভরসন্ধেয় গুলি করে খুন, স্থানীয় আন্ধারমানিক গ্রামপঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি সাধন মণ্ডল। বয়স ৩৪ বছরের কাছাকাছি। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর (Bishnupur)। গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতিকে। স্থানীয় দুর্গাবাটি বুথের সভাপতি সাধন মণ্ডলকে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন সাধন। বাইকে চেপে ২-৩ জন আসেন। বাইক থেকে নেমে সাধনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় আন্ধারমানিক গ্রামপঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি সাধন মণ্ডল। বয়স ৩৪ বছরের কাছাকাছি। অভিযোগ, এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি চায়ের দোকানে বসেছিলেন। একটি বাইকে তিনজন আসেন। সে সময় সাধন তাঁর এক ভাইপোর সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকান থেকে ২০ মিটার দূরে বাইকটি রেখে তিনজন নেমে আসেন। অভিযোগ, প্রথমে একজন চায়ের দোকানে ঢুকে বন্দুক বের করেন। তাতেই সেখানে থাকা সকলে এদিক ওদিক চলে যান। এরপরই চলে গুলি।

 

 

 

গোটা ঘটনার নেপথ্যে কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক শত্রুতার কোনও বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গেছে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঘটনা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার পুলিশ। খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন তৃণমূল কর্মীরা।

 

আরও পড়ুন – নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অডিয়ো ক্লিপ ভাইরাল!

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি সাধন মণ্ডল, তাঁর ভাইপো ও অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তিন জন দুষ্কৃতী বাইকে করে আসে। তারা বাইকটিকে দূরে দাঁড় করিয়ে রাখে। এরপর চায়ের দোকানে এসে আগ্নেয়াস্ত্র দেখায়। তা দেখে সাধারণ ক্রেতারা ভয়ে পালিয়ে যায়। তখনই সাধন মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ছয় থেকে সাত রাউন্ড গুলি করা হয় বলে তাঁর ভাইপো অভিযোগ করেছেন। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সাধনবাবু। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top