মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই পাহাড় বন্ধের ডাক ,দার্জিলিঙের ভানু ভবনের সামনে জারি অনশন। জিটিএ বিরোধী গোষ্ঠীর মধ্যে রয়েছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। তাঁরা ২৪ ঘণ্টার অনশন শুরু করেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা। এর পাশাপাশি, শুরু হয়েছে অনশনও। সোমবার ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ হয়েছে বিধানসভায়। তার প্রতিবাদে এবং গোর্খ্যাল্যান্ডের দাবিতে এই বন্ধ বলে জানিয়েছে জিটিএ বিরোধী পক্ষ। ঘটনাচক্রে, মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বন্ধের কর্মসূচি ঘোষণা জিটিএ বিরোধীদের।
সোমবার বিধানসভায় গোর্খাল্যান্ডের দাবিতে গণভোটের দাবি তোলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মা। যদিও সেই বক্তব্যের উল্টো সুর শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। বিধানসভায় পাশ হয়ে যায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’। তার প্রতিবাদেই বন্ধের ডাক দেওয়া হয়েছে পাহাড়ে। জিটিএ বিরোধীদের এই কর্মসূচিতে আবার সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।
আরও পড়ুন –স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া স্বাস্থ্য দফতর! বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে…
জিটিএ বিরোধী গোষ্ঠীর মধ্যে রয়েছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। তাঁরা আপাতত ২৪ ঘণ্টার অনশন শুরু করেছেন। দার্জিলিঙের ভানু ভবনের সামনে শুরু হয়েছে তাঁদের অনশন। এর পাশাপাশি, আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাকও দেওয়া হয়েছে। পাহাড়ের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে জিটিএ বিরোধীদের তরফে। দার্জিলিং, কালিম্পং-সহ জিটিএ এলাকায় ওই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)। পড়ুয়াদের শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেই দিনেই বনধ পাহাড়ে। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে বনধের (Darjeeling Bandh) ডাক দিলেন বিনয় তামাং। ফলে মাধ্যমিকের শুরুর দিনেই ফের পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিনয় তামাং-এর বক্তব্য, বিধানসভায় বলা হয়েছে পাহাড় আলাদা হবে না। তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন তিনি। জিটিএ-র নির্বাচিত ৯ জনপ্রতিনিধি চব্বিশ ঘণ্টার জন্য অনশনে বসেছেন। এর পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি পাহাড় বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। তিনি বলেছেন, যেসব পাহাড়বাসী বাংলা থেকে পাহাড়কে আলাদা করার দাবিকে সমর্থন করেন, তাঁরা যেন এই বনধের পাশে থাকেন।
(সব খবর, ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )