মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না, ‘মাহি ভাই ফোন রিসিভ করেন না’, বিরাট কি অভিমানী?

মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না, ‘মাহি ভাই ফোন রিসিভ করেন না’, বিরাট কি অভিমানী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না, ‘মাহি ভাই ফোন রিসিভ করেন না’, বিরাট কি অভিমানী? বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি শুধু একে অপরের সতীর্থ ছিলেন না। মাঠে তাঁদের বোঝাপড়া, বিরাটের প্রতি মাহির ভরসা ও ধোনির প্রতি বিরাটের শ্রদ্ধা দেখেই আন্দাজ করা যায় তাঁদের সম্পর্কটা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। “মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না। ৯৯ শতাংশ সম্ভাবনা ফোন না তোলার। কারণ তিনি ফোন দেখেন না।” বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে নিয়ে কথাগুলি বলেছেন বিরাট কোহলি। তাতে বিরাটের মনে কোনও ক্ষোভ নেই। বরং গোটা কেরিয়ারে ধোনিকে যেভাবে পাশে পেয়েছেন, তাঁর মূল্যবান পরামর্শ পেয়েছেন তাতে ভীষণ কৃতজ্ঞ তিনি। আরসিবির পডকাস্টে ধোনির সঙ্গে রসায়ন ফাঁস করেছেন বিরাট।

 

 

 

১৫ বছর ধরে দু’জনে একসঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ম্যাচ জিতিয়েছেন। ধোনি কোহলির অন ফিল্ড ব্রোম্যান্স শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১৯ সালে ধোনির অবসরের পর তা শেষ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। কোহলি বলেছেন, “গোটা কেরিয়ারে অনুষ্কা ছাড়া ধোনিই আমার সবচেয়ে বড় শক্তি। ওর পূর্ণ সমর্থন পেয়েছি। আমার ছোটবেলার বন্ধু এবং পরিবারের বাইরে ওই একজনই আমার ভীষণ কাছের।” ফোন না ধরলেও বিরাটকে দু’বার মেসেজ করেছিলেন ধোনি। সেইসময় বিরাট খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর কথায়, “মাহি ভাইয়ের মেসেজ পেয়ে আমি নিজের পুরনো ফর্ম ফিরে পাই।”

 

 

আরও পড়ুন –  প্রেম করছেন কোয়েল কিন্তু খবর কানে পৌঁছতেই কী করলেন রঞ্জিত মল্লিক ?

 

বিরাট আরও বলেছেন, “ধোনিকে আমি সবসময় আত্মবিশ্বাসী, মানসিক দিক থেকে মজবুত একজন মানুষ রূপে দেখেছি। যে মানুষটা সবরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। ওই পরিস্থিতি থেকে বেরনোর উপায় খোঁজেন। আমাদের পথ দেখান।” বিরাটকে মাঝেমধ্যেই ধোনিকে নিয়ে টুইট করতে দেখা যায়। মাহি তাঁর জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিতে চান কোহলি। জাতীয় দলের নেতৃত্ব বিরাটের উপর নিশ্চিন্তে সঁপে দিয়েছিলেন ধোনি। প্রিয় চিকুর নেতৃত্বে বহু ম্যাচ খেলেছেন। বিরাট একবার বলেছিলেন, তাঁর কাছে ধোনি সবসময়ই ক্যাপ্টেন হয়ে থাকবেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top