মিমির উপর হঠাৎই ‘হামলা’, ‘দেহরক্ষীদের’ তৎপরতায় রক্ষা পেলেন মিমি, এমনিতে তাঁর হাজারও দায়িত্ব। কখনও সামলাতে হয় রাজনীতির ময়দান আবার কখনও বা ফ্ল্যাশলাইটের ঝলকানি ঘিরে রাখে তাঁকে। এ হেন তারকা সাংসদ মিমি চক্রবর্তীর উপর এবার ‘হামলা’। হামলাকারী তাঁর নিজের মা। কিন্তু তা দেখে তাঁর দুই ‘সন্তান’ চুপ করে থাকবে তা কী করে হয়? ‘মা’কে বাঁচাতে তৎপর তারা। সেই ভিডিয়োই শেয়ার করেছেন মিমি সোশ্যাল মিডিয়ায়। মায়ের কোলে চুপটি করে শুয়েছিলেন মিমি। তিনি বিপদে পড়লে তাঁর দুই পোষ্য (পড়ুন সন্তান, কারণ মিমি তাদের ওই চোখেই দেখেন) কী করে তা দেখার জন্য ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার জুড়ে দেন মিমি। এক মুহূর্ত দেরি না করে, বিপদের আঁচ পেয়ে মা’কে রক্ষা করতে ছুটে যায় তাঁর ল্যাব ও হাস্কি। মিমির মা’কে সেখান থেকে কার্যত উঠিয়ে দিয়ে তাঁকে রক্ষা করতে তৎপর হয়ে পড়ে তারা। ঘটনায় আবেগ বিহ্বল মিমিও। কথা বলতে না পারলেও এভাবেই যে ভালবাসা জাহির করে তারা, আগলে রাখে কাছের মানুষকে, সে প্রমাণ যেন মিলল আরও একবার।
যদিও পাল্টা ট্রোলের মুখে পড়তে হয় তাঁকেই। অনেকেই বলেন যখন দিনের পর দিন মিড-ডে মিলে পচা খাওয়ার পরিবেশনের অভিযোগ ওঠে তখন কেন তা নিয়ে সরব হন না মিমি? কিছু দিন আগেই জন্মদিন গিয়েছে মিমির। ৩৪-এ পা দিয়েছেন তিনি। যদিও এ জন্মদিনে দেশে ছিলেন না তিনি। পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিও শেয়ার করেছিলেন তিনি। আগামী দিনে হাতে রয়েছে বেশ কিছু কাজ। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে আবারও কাজ করতে চলেছেন তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবারই এই খবর সামনে এসেছে।
আরও পড়ুন – আদালত চত্বরে পরিচিত মহলে পার্থ বলেন, “কুন্তলকে চিনি না আমি।”
সম্প্রতি এক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় মিমিকে। বিমানে ভ্রমণ করছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু যাত্রাকালে তাঁর সঙ্গে যা ঘটল তা একেবারেই অনভিপ্রেত। সবে মুখে দিয়েছিলেন খাবার। পরম তৃপ্তিতে তা গিলতে যাবেন আচমকাই মিমি আবিষ্কার করেন, খাবারে রয়েছে মস্ত বড় এক চুল। আর তাতেই বিমান সংস্থার উপর রেগে গিয়ে একটি টুইটও করেছিলেন তিনি। মিমি লেখেন, “এত বড় হয়ে গিয়েছেন যে, যে সব মানুষ আপনাদের সঙ্গে যাতায়াত করছেন তাঁদের খারাপ ভাল দেখতেও ভুলে গিয়েছেন
আজকাল। খাবারের মধ্যে চুল পাওয়াটা মোটেও ভাল ব্যাপার না বলেই জানি।”