মণীশ সিসৌদিয়াকে গ্রেফতারের প্রতিবাদে দিল্লি জুড়ে আড়াই হাজার সভা করবে আপ!আবগারি দুর্নীতি মামলার ধৃত আপ (AAP) নেতা মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের (Cbi|)হাতে গ্রেফতার হন মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। আম আদমি পার্টির (AAP) অভিযোগ, তিনি বিজেপির (BJP) রাজনৈতিক চক্রান্তের শিকার। শুক্রবার এ কথা জানিয়েছেন দিল্লির (Delhi)‘আপ’ (Aap)আহ্বায়ক তথা মন্ত্রী গোপাল রাই । তিনি বলেন, ‘‘বিজেপির (Bjp)রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে আজ থেকে ধারাবাহিক ভাবে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্র জুড়ে নুক্কড় সভা করবেন আপ নেতা-কর্মীরা।’’
আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) ইতিমধ্যেই নরেন্দ্র মোদী (Narendra Modi)সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন। যদিও কেজরীকে পাঠানো ইস্তফাপত্রে সিসৌদিয়া (Manish Sisodia) লিখেছেন, ‘‘আমি নই, ওদের (বিজেপি) (Bjp)আসল লক্ষ্য অরবিন্দ কেজরীওয়াল।’’(Arvind Kejriwal)
‘চক্রান্ত করে গ্রেফতার সিসৌদিয়াকে’ (Manish Sisodia), প্রতিবাদে দিল্লিতে (Delhi) মোট আড়াই হাজার নুক্কড় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন গোপাল (Gopal)। প্রসঙ্গত,আবগারী দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে দফায় দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সিসৌদিয়াকে (Manish Sisodia)গ্রেফতার করে সিবিআই (CBI)। এর পরে মঙ্গলবার জেল থেকেই দিল্লির(Delhi) উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি। কেজরীকে পাঠানো ইস্তফাপত্রে সিসৌদিয়া (Manish Sisodia) লিখেছেন, ‘‘আমি নই, ওদের (বিজেপি) (Bjp)আসল লক্ষ্য অরবিন্দ কেজরীওয়াল।’’(Arvind Kejriwal)
(সব খবর, ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube)