অসুস্থ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী,ভর্তি করা হলো হাসপাতালে

অসুস্থ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী,ভর্তি করা হলো হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অসুস্থ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী,ভর্তি করা হলো হাসপাতালে,ফের অসুস্থ সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ভর্তি করা হয়েছে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে। সূত্রের খবর ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া। বৃহস্পতিবারই তাঁর জ্বর এসেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মতে, ৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। সনিয়া গান্ধীর চিকিৎসার জন্য, চেস্ট মেডিসিন বিভাগের বর্ষিয়ান কনসালট্যান্ট ডা. অরূপ বসুর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। স্যর গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই জ্বর নিয়ে ভর্তি হন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সনিয়া গান্ধীর বিভিন্ন চিকিৎসাগত পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

 

 

২০২২ সালের গত জুন মাসে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। সেই সময় চিকিৎসকদের পরামর্শে প্রথমে বাড়িতেই নিভৃতবাসে রাখা হয়েছিল তাঁকে। পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড পরবর্তী একাধিক স্বাস্থ্য বিষয়ক জটিলতা নিয়ে এই স্যর গঙ্গারাম হাসপাতালেই ভর্তি করা হয়েছিল তাঁকে। এক সপ্তাহের বেশি হাসপাতালে রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

 

আরও পড়ুন – তিন রাজ্যের ভোটের ফলের পরই সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

গত কয়েক বছর ধরেই বারংবার অসুস্থ হয়ে পড়ছেন সনিয়া গান্ধী। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। গত জানুয়ারি মসে ভাইরাল ফিবার নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। শ্বাসযন্ত্রের সংক্রমণ-সহ আরও কিছু শারীরিক জটিলতা ছিল। রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রার মাঝপথে দিল্লিতে ফিরে এসেছিলেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন, লোকসভায় রাহুল গান্ধীর যেদিন বক্তব্য রাখার কথা ছিল, ওই দিন সংসদেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে বাড়িতে রেখে এসেছিলেন রাহুল গান্ধী।

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ  এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top