অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে,আদালতে জানাল ED

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে,আদালতে জানাল ED

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হবে,আদালতে জানাল ED ,দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গরুপাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত। শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে অনুব্রতের আইনজীবী জানান,দিল্লি হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে নাকি। যার প্রেক্ষিতে বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, ‘‘এতো গুরুত্বপূর্ণ মামলা। আর নির্দেশনামায় কিছু নেই। আপনারা বলছেন মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ইডি। ৪ মাস ধরে মৌখিক আশ্বাসের ভিত্তিতে ছিলেন। এক বার মনে হল না নির্দেশনামায় বিষয়টি উল্লেখ করা প্রয়োজন? এখানে বার বার দেখেছি মৌখিক আশ্বাস নির্দেশনামায় উল্লেখ করতে বলেন। তবে দিল্লি হাই কোর্টে এটা করলেন না কেন? যেখানে আপনাদের অভিযোগ হচ্ছে ইডি আপনাদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন।’’ পাল্টা অনুব্রতের আইনজীবী জানান, গত ২১ ডিসেম্বর ২০২২ জেল কর্তৃপক্ষকে ইমেল করে ইডি। জানানো হয় এখনই কোনও পদক্ষেপ করা হবে না। তা ছাড়া অনুব্রতের সমস্যা রয়েছে। তিনি অসুস্থ। আসানসোলের সিবিআই আদালত পর্যাপ্ত চিকিৎসার কথা জানিয়েছেন। তাই যে কোনও বিশেষজ্ঞকে দিয়ে তাঁর চিকিৎসা করানো হোক। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত স্থগিত রাখা হোক হাজিরার নির্দেশ। ১৭ ডিসেম্বর দিল্লি হাই কোর্টে শুনানি রয়েছে। ওই দিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হোক।

 

 

আরও পড়ুন –  মুর্শিদাবাদে উদ্ধার প্লাস্টিকের জার ভর্তি প্রচুর তাজা বোমা

 

এর পর বিচারপতি চৌধুরীর প্রশ্ন, ‘‘আসানসোলের সিবিআই আদালতের অনেকটা পোস্ট অফিসের মতো। আর আসানসোল জেল কর্তৃপক্ষ কী ভুল করেছে? তাঁদের কাছে অনুব্রত মণ্ডলকে হাজির করানোর জন্য ওয়ারেন্ট রয়েছে।’’ ইডির আইনজীবী বলেন, ‘‘কলকাতা এবং দিল্লি দুই হাই কোর্টে তথ্য গোপন করা হয়েছে। দুই জায়গায় মামলা করা হয়েছে এটা কোথাও জানানো হয়নি। এই সব যুক্তি শুক্রবার দিল্লি হাই কোর্টে বলা হয়েছিল। আদালত রক্ষাকবচ দেয়নি।’’ ইডির আইনজীবী হাই কোর্টে জানান, জেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জেলে ফেরত আসছেন। অনুব্রত অসুস্থ হন তবে প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে দিল্লির এইমসে। সেখানে সবচেয়ে ভাল চিকিৎসা পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top